শীঘ্রই নামতে চলেছে তাপমাত্রার পারদ, বাংলায় কবে থেকে পরবে শীত জানালো আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্কঃ লক্ষ্মী পুজোতেও বাংলার দক্ষিণের আকাশে বৃষ্টি হতে দেখা গিয়েছিল। আবহাওয়া দফতর (weather office) জানিয়েছিল, বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে বাংলার দক্ষিণে। তবে বুধবার সকালে বেশ রোদ ঝলমলে আকাশ দেখা গেলেও, বেলার দিকে শহরের বেশকিছু এলাকায় ভারী বৃষ্টি হতে দেখা গিয়েছিল।

অন্যদিকে টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত পাহাড়ভূমি। উত্তরাখন্ড, দার্জিলিং, কালিম্পং, কেরালার একাধিক এলাকায় ধস নেমে, সেতু ভেঙে যান চলাচলে সমস্যা দেখা দিয়েছে। সেইসঙ্গে ধস এবং বন্যার জেরে প্রাণ হারিয়েছে বহু মানুষ। এমনকি পাহাড়ি এলাকায় ভ্রমণে গিয়ে আটকেও পড়েছেন বহু পর্যটক।

rain

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা33° C
সর্বনিম্ন তাপমাত্রা24° C
আদ্রতা90%
বাতাস8 km/h
মেঘে ঢাকা64%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে মেঘ ও রোদ এবং রাতের দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
নিম্নচাপ কেটে যেতেই বাংলায় দেখা যেতে পারে প্রাক শীতের মরশুম- এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। কালী পুজোর আগেই বাংলায় একবার ঢুঁ মারতে পারে উত্তুরে হাওয়া। দক্ষিণবঙ্গে ২২ শে অক্টোবর থেকে কমতে শুরু করবে রাতের তাপমাত্রা। এন্ট্রি নেবে প্রাক শীত বা প্রি উইন্টার পর্ব। ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত নেমে যাবে রাতের তাপমাত্রা।

883323 770732 winter dna 04

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আংশিক রৌদ্রোজ্জ্বল এবং রাতের দিকে মূলত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর