বাংলাহান্ট ডেস্কঃ মালদায় (malda) রবিবার রয়েছে রাজ্যে মন্ত্রী ফিরহাদ হাকিমের জনসভা। আর সেই জনসভায় উপস্থিত হওয়ার কথা বলতে গিয়েই, গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হল তৃণমূল নেতৃত্বদের। এমনকি সেখান থেকে তাঁদের ঘাড় ধাক্কা দিয়েও বের করে দেওয়া হয়ে বলে খবর।
শনিবার এমনই ঘটনা ঘটে মালদার হরিশ্চন্দ্রপুরের গোলামোড় নবগ্রামে। যেখানে ফিরহাদ হাকিমের জনসভায় এলাকাবসীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করতে গিয়েছিলেন স্থানীয় কিছু তৃণমূল নেতৃত্বরা। কিন্তু সেখানে গিয়ে গ্রামবাসীদের রোষের শিকার হন তাঁরা।
গ্রামবাসীরা অভিযোগ জানান, প্রতিবছর নির্বাচনের পূর্বে এলাকায় এসে ভোট ভিক্ষা করেন শাসক দলের নেতৃত্বরা। তারপর নির্বাচন মিটে যেতেই তাঁদের আর কোন পাত্তা পাওয়া যায় না। চরম দুর্দশার মধ্য দিয়ে দিন কাটছে এলাকাবাসীর। আবেদন করেও মেলেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর।
প্রধানমন্ত্রী আবাস যোজনার আয়ত্তায় লক্ষ লক্ষ মানুষ পাকা বাড়ি পেলেও, সেই তালিকায় তাঁদের নাম ওঠে না বলেই অভিযোগ করেন গ্রামবাসীরা। এমনকি গ্রামের বেশ কিছু পরিবার পলিথিনের চাদরের নীচে রাত কাটালেও, এবিষয়ে তাঁদের সাহায্য করতে এগিয়ে আসেনি শাসক দল। এবিষয়ে যেন তাঁদের কোন হেলদোলই নেই। যার ফলেই বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।
এই ঘটনার বিষয়ে এক স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানান, ‘কিছু মানুষ পাকা বাড়ি না পাওয়ায় তাঁদের মধ্যে ক্ষোভের জন্ম হয়েছে। তবে এই বিষয়টা আমরা যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে দেখব এবং তাঁদের ঘর পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব’।
সেইসঙ্গে গ্রামবাসীরা আরও অভিযোগ করেন, তৃণমূল নেতারা তাঁদের শর্ত দিয়েছিলেন, ফিরহাদ হাকিমের জনসভায় গেলেই তাঁদের সমস্ত অভিযোগ শোনা হবে। তখন গ্রামবাসীরা পাল্টা দিয়ে বলেন, গত নির্বাচনেও ঠিক এইভাবে প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে যাওয়ার পর, তাঁদের আর দেখা মেলেনি। তাই এবার তাঁরা ফিরহাদ হাকিমের জনসভায় যাবেন না।