বাংলাহান্ট ডেস্কঃ চলে যাচ্ছে বর্ষা, রাজ্যে এবার এন্ট্রি নেবে শীত। উত্তুরে হাওয়ার আগমনের তোরজোড় শুরু করেছে প্রকৃতি। আবহাওয়া দফতরের (weather office)পূর্বাভাস অনুযায়ী, কালীপুজোর আগেই একবার প্রাক শীতের মরশুম উপভোগ করতে পারবে বঙ্গবাসী।
বর্তমান সময়ে সকালের দিকে কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পেলেও, রাতের দিকে ধীরে ধীরে তাপমাত্রার পারদ নামতে থাকবে। তবে এখনই জাঁকিয়ে শীত কবে আসছে, সেবিষয়ে খোলসা করে কিছু না বললেও, নিম্নচাপের চোখ রাঙ্গানিকে উপেক্ষা করে, এখন শীতের রোদে আরাম করতে দেখা যাবে বঙ্গবাসীকে।
আবহাওয়ার খবর :
সর্বোচ্চ তাপমাত্রা | 33° C |
সর্বনিম্ন তাপমাত্রা | 24° C |
আদ্রতা | 88% |
বাতাস | 0 km/h |
মেঘে ঢাকা | 51% |
আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।
উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
নিম্নচাপ কেটে যেতেই বাংলায় দেখা যেতে পারে প্রাক শীতের মরশুম- এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। কালী পুজোর আগেই বাংলায় একবার ঢুঁ মারতে পারে উত্তুরে হাওয়া। তবে এখন কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়ায় রাতের এবং ভোরের দিকে কিছুটা হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা।
আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে হালকা বৃষ্টি হতে পারে এবং রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।