সমীর নিচু জাতের বলেই তাঁকে নিশানা করা হচ্ছে, শাহরুখ পুত্র মামলায় বিস্ফোরক কেন্দ্রীয় মন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটবলে রবিবার মহারাষ্ট্র সরকারের মন্ত্রী নবাব মালিক দ্বারা এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে করা অভিযোগকে খারিজ করে দিয়েছেন। আটবলে ওয়াংখেড়ের পাশে দাঁড়িয়ে বলেন, উনি ভুল কিছু করেন নি। কেন্দ্রীয় মন্ত্রী এও বলেন যে, রাজ্য সরাকরকে এটা নিশ্চিত করা উচিৎ যে ওয়াংখেড়ের যাতে কোন বিপদ না হয় আর তাঁর প্রাণহানি না হয়।

এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী বিগত কয়েকদিন ধরে এনসিবি আর সমীর ওয়াংখেড়েকে আক্রমণ করে আসছেন। সমীর মুম্বাইয়ের উপকুলে একটি ক্রুজে রেইড-র নেতৃত্ব দেন। ওই রেইডে ক্রুজ থেকে মাদক উদ্ধার হয় আর জনপ্রিয় বলিউড অভিনেতা শাহরুখ খানের (Shah Rukh Khan) ছেলে আরিয়ান খান (Aryan Khan) সমেত কয়েকজনকে গ্রেফতার করা হয়। কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেন যে, এই মামলায় এনসিবির কাছে আরিয়ান খানের বিরুদ্ধে অনেক প্রমাণ রয়েছে।

ramdas

আটবলে বলেন, সমীর ওয়াংখেড়ে নিম্ন জাতীর মানুষ বলেই ওনাকে এমন ভাবে আক্রমণ করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী অভিযোগ করে বলেন, মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক এই মামলায় ধার্মিক উন্মাদ ছড়াচ্ছেন। উল্লেখ্য, নবাব মালিকের মেয়ের জামাইকেও এই বছর ১৩ জানুয়ারি মাদক দ্রব্য রাখার অভিযোগে সমীর ওয়াংখেড়ে গ্রেফতার করেছিলেন। সেপ্টেম্বর মাসে তিনি জামিন পান।

উল্লেখ্য, আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর থেকে বিভিন্ন মহল থেকে অভিযোগ করে বলা হচ্ছে যে, আরিয়ান খান মুসলিম বলেই তাঁকে এমন হেনস্থা করা হচ্ছে। জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও আরিয়ান ও শাহরুখ খানের পাশে দাঁড়িয়ে কেন্দ্র এবং এনসিবির বিরুদ্ধে এমন অভিযোগ করেছিলেন।


Koushik Dutta

সম্পর্কিত খবর