বাংলাহান্ট ডেস্ক: নিম্নচাপ সরতেই বেরিয়ে পড়েছে আকাশের হাসিমুখ। মিঠে রোদ্দুরের সঙ্গে ঠান্ডার আলগা পরশও জড়িয়ে রয়েছে শহর কলকাতার বুকে। শীত আসব আসব করছে। আর শীত মানেই বিয়ের মরশুম। আগামী ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এক জনপ্রিয় মুখ, মেখলা দাশগুপ্ত (mekhla dasgupta)।
জি বাংলা সা রে গা মা পার দৌলতে সঙ্গীতপ্রেমীদের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছেন মেখলা। তাঁর সুরের জাদুতে মন্ত্রমুগ্ধ হয়েছিল শ্রোতারা। রিয়েলিটি শোয়ের মঞ্চ পেরিয়ে বাংলা প্লেব্যাক সিঙ্গিংয়ের জগতেও নাম করেছেন মেখলা। পেশাগত প্রতিষ্ঠিত হয়ে এবার ব্যক্তিগত জীবনেও নতুন ইনিংস শুরু করতে চলেছেন গায়িকা।
তবে মেখলার হবু বর অর্কপ্রভ চৌধুরীর গানের জগতের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তিনি কর্পোরেট দুনিয়ার মানুষ। আইআইএম লখনউ থেকে পড়াশোনা করে বর্তমানে একটি কর্পোরেট সংস্থায় কাজ করছেন তিনি। থাকেন বিদেশে। তবে তাঁর আসল বাড়ি শিলিগুড়িতে। দুজনের চেনা পরিচয়ের কাহিনিটাও বেশ চমকপ্রদ।
মেখলা নিজেই জানিয়েছিলেন, অর্কপ্রভ আসলে তাঁর এক বান্ধবীর প্রেমিকের বন্ধু। সেই সূত্রে আলাট দুজনের। উদ্যোগটা নিয়েছিলেন মেখলার বান্ধবীই। ‘ভাল পাত্র আছে’ বলে জোর করেছিলেন। তবে সে সমম দুটো শর্ত দিয়েছিলেন গায়িকা। ছেলে যদি শিক্ষিত হয় এবং তাঁকে নিয়ে পজেসিভ হয় তবেই তিনি এগোবেন। অর্কপ্রভই নাকি প্রথম ফেসবুকে বন্ধুত্বের হাত বাড়িয়েছিলেন মেখলার দিকে। তারপর আর কী, দীর্ঘ আট বছরের প্রেমপর্ব সেরে এবার চার হাত এক হওয়ার পালা।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, আগামী ১ লা ডিসেম্বর কলকাতায় বসবে মেখলা অর্কপ্রভর বিয়ের আসর। চিরাচরিত শাড়ি না, গায়িকার ইচ্ছা তিনি বিয়ে ও রিসেপশন দুদিনই পরবেন লেহেঙ্গা। কলকাতায় প্রথম রিসেপশনের পর পাত্রের হোমটাউন শিলিগুড়িতে হবে দ্বিতীয় রিসেপশন। কিন্তু বিয়েতে উপহার দেওয়া চলবে না। বদলে রয়েছে শুভেচ্ছা বার্তা। সেই কার্ড দিতে পারেন অতিথি অভ্যাগতরা।