গণধর্ষণের পর অন্তঃসত্ত্বা কিশোরী, মাত্র তেরো বছর বয়সে ‘নির্ভয়া’র গল্প বলবেন হিয়া দে

বাংলাহান্ট ডেস্ক: টেলিভিশনের গণ্ডি ছাড়িয়ে’পটলকুমার গানওয়ালা’ এখন বড়পর্দায়! সিনেমায় অভিষেক করতে চলেছেন অভিনেত্রী হিয়া দে (hiya dey)। প্রথম ছবিতেই বেশ চ‍্যালেঞ্জিং চরিত্র নিয়ে আসছেন ছোটপর্দার ‘পটল’। এক নাবালিকা গণধর্ষিতা হওয়ার পর কীভাবে বদলে যায় তার জীবন সেটা নিয়েই তৈরি হচ্ছে ‘নির্ভয়া’।

নির্ভয়া, নামটার সঙ্গে এখন সকলেই পরিচিত। ২০১২ সালে দিল্লি গণধর্ষণ মামলায় নির্যাতিতার নাম দেওয়া হয়েছিল নির্ভয়া। শুধুই নাম নয়, এর পেছনে রয়েছে অত‍্যন্ত করুণ এক কাহিনি যা একই সঙ্গে প্রবল সাহস এবং মনোবলেরও। নির্ভয়াকে বাঁচানো যায়নি। তাঁর মৃত‍্যুর এত বছর পর শাস্তি পেয়েছে ধর্ষকরা। কিন্তু সমাজে প্রতিনিয়ত এমন বহু অপরাধের ঘটনা ঘটে যা বেশিরভাগ সময়েই থেকে যায় অন্তরালে।

72051905
‘নির্ভয়া’র পরিচালক অংশুমান প্রত‍্যুষ জানান, তাঁর ছবিটি সেই সব নির্যাতিতাদেরই সম্মান জানাবে। তবে দিল্লির নির্ভয়ার সঙ্গে এই ছবির নির্ভয়ার কোনো মিল নেই। সংবাদ মাধ‍্যমকে পরিচালক জানান, ছবির গল্প এক নাবালিকাকে নিয়ে যে গণধর্ষণের শিকার হয়। কিশোরী বয়সেই অন্তঃসত্ত্বা হয় মেয়েটি‌।

এই চরিত্রেই অভিনয় করছেন হিয়া। সে নিজে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী, বয়স মাত্র তেরো‌। এই বয়সে এত পরিণত একটি চরিত্র। কীভাবে অভিনয় করল হিয়া? পরিচালক বলেন, হিয়া অনেক বছর ধরেই অভিনয়ের সঙ্গে যুক্ত। তাছাড়া যেহেতু ছবিতে ধর্ষণের ঘটনাটা মূল নয় তাই এই ধরনের কোনো দৃশ‍্যে তাঁকে অভিনয় করতে হয়নি।

https://www.instagram.com/p/CVPVawvBQra/?utm_medium=copy_link

পরিচালকের চিন্তা ছিল একজন অন্তঃসত্ত্বা কিশোরীর ভূমিকায় কীভাবে অভিনয় করবেন হিয়া। কিন্তু তাঁকে কোনো সম‍স‍্যার মধ‍্যে পড়তে হয়নি। খুবই পরিণত অভিনয় করেছেন হিয়া। তাঁর মাও জানান চরিত্রটি শুনে প্রথমে তাঁর মধ‍্যেও দ্বিধা দেখা দিয়েছিল। কিন্তু মেয়ে করে দেখিয়েছে। সিরিয়াল ও সিনেমা দুটোই নাকি পাশাপাশি করেছেন হিয়া। তবে তাঁর নিজের প্রিয় বড়পর্দাই।

Niranjana Nag

সম্পর্কিত খবর