বাথটবে জলকেলিতে মত্ত শ্রীময়ী, নেটনাগরিকের প্রশ্ন, ‘ছবিটা কাঞ্চনদা তুললেন?’

বাংলাহান্ট ডেস্ক: চর্চায় ফের শ্রীময়ী চট্টরাজ (sreemoyee chattoraj)। সৌজন‍্যে, তাঁর শেয়ার করা নতুন ছবি। বাথটবের জলে ঢেউ তুলে জলকেলিতে মেতেছেন অভিনেত্রী। পুরনো বিতর্ক ভুলে নতুন লাস‍্যময়ী আন্দাজে ধরা দিয়েছেন সোশ‍্যাল মিডিয়া অনুরাগীদের কাছে। শ্রীময়ীর সেই আহ্বানকে এড়ায় সাধ‍্যি কার?

মূলত অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিকের সঙ্গে নাম জড়িয়েই বিতর্কে উঠে এসেছিলেন শ্রীময়ী। দুজনেয বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ এনেছিলেন কাঞ্চন-জায়া পিঙ্কি বন্দ‍্যোপাধ‍্যায়। যদিও সেসব এখন অতীত। বিতর্ককে পেছনে ফেলে নতুন অবতারে জীবন শুরু করেছেন শ্রীময়ী।

IMG 20211025 172957
এখন তাঁকে দেখলে ‘কৃষ্ণকলি’র রাধারাণীর সঙ্গে মিল খুঁজে পাবেন না। নিত‍্যদিন বোল্ড লুকে ভাইরাল হচ্ছেন শ্রীময়ী। মাস কয়েক আগে লাদাখ থেকে ঘুরে এসেছেন। আর এবারে বাথটব থেকেই ছবি শেয়ার করলেন অভিনেত্রী। দুধসাদা বাথটবের জলে বাথরোব পরে স্নানে মত্ত শ্রীময়ী। কখনো উচ্ছ্বল হাসিতে জল ছিটাচ্ছেন, আবার কখনো লাস‍্যময়ী ভঙ্গিতে লেন্সের দিকে তাকিয়ে পোজ দিচ্ছেন। বাথটবে তাঁর সঙ্গী হয়েছেন প্রিয় বান্ধবী।

IMG 20211025 173316
কমেন্ট বক্স সীমিত করার আগেই ট্রোল শুরু করে দিয়েছেন নেটিজেনরা। একজন সুপারহিট হিন্দি গানের লাইন তুলে লিখেছেন ‘ম‍্যায় পানি পানি হো গয়ি’। আবার আরেকজনের প্রশ্ন, ‘ক‍্যামেরায় কে ছিল? কাঞ্চন দা নাকি?’ তবে শ্রীময়ী বরাবরের মতোই নিরুত্তর।

https://www.instagram.com/p/CVa35llt-yI/?utm_medium=copy_link

দূর্গাপুজোর সময়েও কাঞ্চনের সঙ্গে লেন্সবন্দি হয়েছিলেন শ্রীময়ী। নবমী নিশিতে ট্র‍্যাডিশনাল সাজে পাশাপাশি দাঁড়িয়ে লেন্সবন্দি হন শ্রীময়ী ও কাঞ্চন। রঙ মিলিয়ে পোশাক পরতে দেখা গিয়েছিল দুজনকে। ঘিয়ে ও লাল কালোর মিশেলে ডিজাইনার শাড়ি, স্লিভলেস ব্লাউজে সেজেছিলেন অভিনেত্রী।

পাশে ঘিয়ে পাঞ্জাবি ও সাদা পাজামায় দেখা গেল বিধায়ক অভিনেতা কাঞ্চনকে। ক‍্যাপশনে শ্রীময়ী লিখলেন, ‘শারদীয়া শুভেচ্ছা। হাজারো বাধা সত্ত্বেও সুন্দর মুহূর্তগুলোকে বন্দি করে স্মৃতি বানানো বন্ধ করিনি আমরা। তাই প্রত‍্যেক বছরের মতো ছবি তোলা জরুরি।’

Niranjana Nag

সম্পর্কিত খবর