সাক্ষাৎ দেবদূত, চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া বৃদ্ধাকে বাঁচিয়ে রাতারাতি হিরো লেডি কনস্টেবল

বাংলাহান্ট ডেস্কঃ রেল কর্তৃপক্ষ সর্বদাই যাত্রাপথে যাত্রীদের সাবধানতা অবলম্বন করার জন্য সতর্ক করে যাচ্ছে। কিন্তু তাঁর মধ্যে থেকেও অনেকে সময় ব্যস্ততার সময় দৌড়ে ট্রেন ধরতে গিয়ে কোন না কোন দুর্ঘটনা ঘটতে দেখা যায়। আবার দেখা যায়, অনেক সময় যাত্রীদের সেই দুর্ঘটনার হাত থেকেই বাঁচিয়ে আনেন কোন রেলওয়ে স্টাফ।

বর্তমান দিনে এমন ঘটনার ভাইরাল ভিডিও (viral video) প্রায়শই দেখা যাচ্ছে স্যোশাল মিডিয়ায়। অনেক সময় তা রেলওয়ে কর্তৃপক্ষ শেয়ার করে নেয় নেটদুনিয়ায়, আবার অনেক সময় তা শেয়ার করে কোন সাধারণ মানুষ। সম্প্রতি সেরকমই একটি ভিডিও ব্যাপকহারে ভাইরাল হল স্যোশাল মিডিয়ায়।

আগে দেখে নিন সেই ভিডিও-

ঘটানটি ঘটে মুম্বইয়ের একটি স্টেশনে। ভিডিওতে দেখা যায়, ট্রেন ছেড়ে দেওয়ার পর চলন্ত ট্রেনেই উঠতে যায় একজন বয়স্ক মহিলা। আর টাল সামলাতে না পেতে পা পিছলে যায় তাঁর। আর কয়েক মুহূর্ত দেরী হলেই, ওই ট্রেনের চাকার তলায় চলে যেতেন তিনি। কিন্তু সেই সময় সেখানেই উপস্থিত আরপিএফ কনস্টেবল স্বপ্না গোলকর যেন দেবদূতের মত এসে তাঁকে বাঁচিয়ে দেয়।

এই ঘটনার ভিডিও স্যোশাল মিডিয়ায় শেয়ার করা হয় রেল মন্ত্রকের পক্ষ থেকেই। সেই সঙ্গে ক্যাপশনে লেখে, ‘মুম্বইয়ের স্যান্ডহার্স্ট রোড স্টেশনে ৫০ বছর বয়সী এক মহিলা যাত্রী, চলন্ত ট্রেনে চড়ার সময় তাঁর পা পিছলে যায়। সেই সময় ডিউটিরত আরপিএফ কনস্টেবল স্বপ্না গোলক ওই মহিলার প্রাণ বাঁচান। চলন্ত ট্রেনে ওঠা-নামা করবেন না’। নেটদুনিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই ওই লেডি কনস্টেবলের প্রশংসায় পঞ্চমুখ হয় নেটিজনরা।

Smita Hari

সম্পর্কিত খবর