পরপর তিনবার জাতীয় পুরস্কার, বাবা মাকে পাশে নিয়ে গর্বিত কঙ্গনা

বাংলাহান্ট ডেস্ক: আবারো সেরার শিরোপা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের (kangana ranawat) মাথায়। পরপর তৃতীয় বারের জন‍্য জাতীয় পুরস্কার পেলেন ‘কুইন’ অভিনেত্রী। এবারে ‘মণিকর্ণিকা’ এবং ‘পাঙ্গা’ ছবির জন‍্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেলেন কঙ্গনা। তৃতীয় বারের জন‍্য সম্মান পেয়ে আপ্লুত অভিনেত্রী।

এক বছর অপেক্ষার পর চলতি বছরের শুরুর দিকেই ৬৭ তম জাতীয় পুরস্কার প্রাপকদের নাম ঘোষনা হয়েছিল। এদিন নয়া দিল্লির বিজ্ঞান ভবনে প্রাপকদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু নিজে হাতে তুলে দেন পুরস্কার। কঙ্গনার পাশাপাশি পুরস্কার নেন মনোজ বাজপেয়ী এবং ধনুষও।

i3qje1do national film awards

এদিনের অনুষ্ঠানের কয়েকটি ছবি শেয়ার করেছেন কঙ্গনা। বাবা মাকে পাশে নিয়ে জাতীয় পুরস্কার হাতে লেন্সবন্দি হয়েছেন তিনি। লিখেছেন ‘বড় হ হওয়ার সময় আমাদের মনে একটা ইচ্ছা থাকে, বাবা মায়ের ভালবাসা, যত্ন ও ত‍্যাগের যোগ‍্য হয়ে ওঠা। এত সমস‍্যার পরে বাবা মাকে এই মুহূর্তগুলো উপহার দিতে পেরে মনে হয় সমস্ত দুষ্টুমি মাফ হয়ে গিয়েছে। ধন‍্যবাদ আমার মা বাবা হওয়ার জন‍্য, অন‍্যরকম কিছু আমি চাইওনি।’

অসুরান ছবির জন‍্য ধনুষ এবং ভোসলে ছবির জন‍্য মনোজ বাজপেয়ী পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কার। ২০১৯ এর দাদাসাহেব ফালকে পুরস্কার তুলে দেওয়া হল ‘থালাইভা’ রজনীকান্তের হাতে। সুপার ডিলাক্স ছবিতে সেরা সহ অভিনেতার জন‍্য জাতীয় পুরস্কার পেলেন আরেক দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতি।

https://www.instagram.com/p/CVccfoPMgp-/?utm_medium=copy_link

 

এবারে ফিচার ফিল্ম ক‍্যাটেগরিতে স্থান পেয়েছিল ৪৬১টি ছবি ও নন ফিচার ফিল্ম ক‍্যাটেগরিতে ছিল ২২০টি ছবি। সেরা হিন্দি ছবির পুরস্কার জিতেছে প্রয়াত সুশান্ত সিং রাজপুত অভিনীত ছিছোঁড়ে, সেরা বাংলা ছবি পরিচালক সৃজিত মুখার্জির গুমনামি। সেরা অ্যাডাপটেড স্ক্রিনপ্লের পুরস্কারও জিতে নিয়েছে গুমনামি। সেরা সংলাপের শিরোপা পেয়েছে দ‍্য তাসখন্দ ফাইলস।

মালয়ালম ছবি জাল্লিকাট্টু পেয়েছে সেরা সিনেম‍্যাটোগ্রাফির পুরস্কার। কেশরি ছবির তেরি মিট্টি গানের জন‍্য সেরা পুরুষ প্লেব‍্যাক সিঙ্গারের শিরোপা পেলেন বি প্রাক। দ‍্য তাসখন্দ ফাইলসের জন‍্য সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পেলেন পল্লবী যোশী। ছিছোঁড়ে পরিচালক নীতেশ তিওয়ারি এবং প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা প্রয়াত সুশান্ত সিং রাজপুতের নামে উৎসর্গ করেছেন জাতীয় পুরস্কার।

Niranjana Nag

সম্পর্কিত খবর