অবশেষে ঘোষণা হল দুটি নতুন IPL দলের নাম, বাজিমাত এই দুই শহরের

বাংলা হান্ট ডেস্কঃ এবার থেকে আটের বদলে দশ দলের হবে আইপিএলে একথা আগেই ঘোষণা করেছিল বিসিসিআই। জল্পনা ছিল এবারও হয়তো ১০ দলের মধ্যেই আইপিএলের লড়াই হবে, তবে শেষ মুহূর্তে বিসিসিআই জানিয়ে দেয় এ বিষয়ে কোনও তাড়াহুড়ো করতে রাজি নয় তারা। তবে এবার অবশেষে সামনে এল নতুন দুই দলের নাম। বিসিসিআইএ’র খোলা আহ্বানের পর মোট ২২ টি সংস্থার পক্ষ থেকে বিড করা হয়েছিল নতুন দল নেওয়ার জন্য। যদিও লড়াই মূলত ছিল ৫-৬ টি সংস্থার মধ্যেই।

আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজির জন্য প্রারম্ভিক দর ছিল ২ হাজার কোটি টাকা। শুধু দেশের বড় বড় টাইকুনরাই নয় আইপিএলে দল কেনার আগ্রহ ছিল বিদেশী সংস্থাগুলিরও। ফুটবলের অন্যতম জনপ্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা রয়েছে যে গ্লেজার গোষ্ঠীর দখলে তারাও এবার লড়াইয়ে নেমেছিলেন ভারতে একটি আইপিএল দল কেনার জন্য। এছাড়া গৌতম আদানির গ্রুপ, সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ কোটাক, অরবিন্দ ফার্মা, টরেন্ট-এর মতো সংস্থাগুলি তো লড়াইয়ে ছিল আগে থেকেই।

বিসিসিআইয়ের সূত্র মারফত জানা গিয়েছে শেষ পর্যন্ত সিসিভি গ্রুপের অধীনে আমদাবাদ ও সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপের অধীনে লখনউ নতুন করে অংশ নিতে চলেছে আইপিএলে। জানা গিয়েছে, লখনউ দল কেনার জন্য এবার আরপিএসজি গ্রুপকে খরচা করতে হয়েছে ৭ হাজার কোটি টাকা। জানিয়ে রাখি, সঞ্জীব গোয়েঙ্কার এই গ্রুপের হাতে এর আগেও ছিল আইপিএলের একটি দলের মালিকানা। রাইজিং পুনে সুপার জায়েন্টস নামক এই দলটি অবশ্য বেশিদিন আইপিএলের মাঠে কর্তৃত্ব করতে পারেনি।

bcci 1

তবে এবার ফের একবার নতুন করে আইপিএলের সঙ্গে যুক্ত হলো গোয়েঙ্কা গ্রুপের নাম। করোনার বাড়বাড়ন্তের কারণে এবারের আইপিএলের প্রথম পর্ব ভারতে শুরু হলেও তা শেষ হয়েছে দুবাইতে। করোনা তৃতীয় ঢেউ আছড়ে না পড়লে এর পরের আইপিএল হতে চলেছে ভারতেই। আর এই নতুন আইপিএলে নতুন দুই দলের লড়াই দেখতে নিশ্চয়ই মুখে থাকবেন সকলে।

 

Abhirup Das

সম্পর্কিত খবর