জন্মদিনের উদযাপনে বড় চমক, পরনের স্কার্ট গুটিয়ে বলিউডের ‘লুঙ্গি ডান্স’এ মাতলেন পরীমণি

বাংলাহান্ট ডেস্ক: লাইমলাইটে থাকতে ভালবাসেন পরীমণি (porimoni)। মাঝে মাদক কাণ্ডে জেল খেটে যে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন সেটা অনিচ্ছাকৃত হলেও খারাপ সময়টাকে ভুলতে যথাসাধ‍্য চেষ্টা করছেন পরীমণি। পু্রনো সবকিছু বদলে ফেলে নতুন আঙ্গিকে জীবন শুরুও করতে চলেছেন তিনি। শুরুটা করলেন নিজের জন্মদিনের পার্টি দিয়ে।

২৪ শে অক্টোবর ২৯ এ পা দিলেন পরীমণি। জন্মদিন উপলক্ষে জমজমাট আয়োজন করেছিলেন তিনি। প্রথমে দাদু শামসুল হক গাজীকে নিয়ে কেক কাটেন পরীমণি। উপস্থিত ছিলেন অভিনেত্রীর অন‍্য আত্মীয় স্বজনরাও। তারপর রাত আটটা থেকে শুরু হয় পার্টি। ঢাকার এক পাঁচতারা হোটেলে বসেছিল পরীমণির জন্মদিনের আসর।

Pori Moni Cake
গোটা পার্টি জুড়েই চমক রেখেছিলেন পরীমণি। বিমানের ককপিটের অনুকরণে তৈরি হয়েছিল মঞ্চ। এই থিমটা মাথায় রেখেই যাবতীয় আয়োজন হয়েছিল। এদিন আমন্ত্রিত অতিথিদের ড্রেস কোড বেঁধে দিয়েছিলেন পরীমণি। আমন্ত্রণপত্রেও ছিল চমক। বিমানের টিকিটের আদলে তৈরি আমন্ত্রণপত্রে ইংরেজিতে লেখা ছিল ‘শুদ্ধ আত্মা নিয়েআমার কাছে এস এবং সারাজীবন আমার সঙ্গে ওড়ো।’

Pori Moni Celebration
লাল টপ ও সাদা স্কার্ট পরে পরীমণি মঞ্চে উঠে আসতেই উল্লাসে ফেটে পড়ে উপস্থিত অতিথি অভ‍্যাগতরা। আরেক দফা কেক কাটার পর্ব চলে সেখানেও। আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি সাংবাদিকদের গালেও কেকের লাল ক্রিম মাখিয়ে দেন পরীমণি। এরপরেই দেন দারুন এক চমক। পরনের স্কার্টটিকে গুটিয়ে লুঙ্গির মতো করে পরে বলিউডের শাহরুখ দীপিকার জনপ্রিয় গান ‘লুঙ্গি ডান্স’ এর তালে নেচে ওঠেন পরীমণি।

Pori Moni Dance
তবে শুধুই জমকালো পার্টি না। জন্মদিনের দুপুরে অনাথ আশ্রমের শিশুদের সঙ্গেও কেক কেটে উদযাপন করেন পরীমণি। সেই ভিডিও নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে শেয়ার করে প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী।

গত ৪ ঠা অগাস্ট কোনো রকম কোনো আগাম সাবধানতা ছাড়াই বনানীর বাসস্থান থেকে অভিনেত্রী ও তাঁর সহকারী দীপুকে আটক করে বাংলাদেশের এলিট ফোর্স র‍্যাব। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল একাধিক বেআইনি দামি মদ এবং মাদক দ্রব‍্য। তার পরের দিন অর্থাৎ ৫ অগাস্ট পরীমণির বিরুদ্ধে র‍্যাব বাদী হয়ে মাদক দ্রব‍্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। সেপ্টেম্বরের শুরুর দিকে জেল থেকে ছাড়া পান পরীমণি।

Niranjana Nag

সম্পর্কিত খবর