নভেম্বরে মোট ১৭ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, সমস্যায় পড়ার আগে জেনেনিন দিনগুলি

বাংলা হান্ট ডেস্কঃ আগামী নভেম্বর মাসে বিভিন্ন রাজ্য মিলিয়ে প্রায় ১৭ দিনের জন্য বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক (Bank) । তাই ছোটখাটো কাজ যেমন টাকা তোলা, চেক বই, পাসবই নেওয়া বা নতুন অ্যাকাউন্ট খোলার জন্য যদি আগামী মাসে ব্যাংকে যাবার পরিকল্পনা থাকে আপনার, তাহলে অবশ্যই একবার নজর দিতে হবে এই ছুটির তালিকার দিকে। সাধারণভাবে চারটি রবিবার এবং দুটি শনিবার তো রয়েছেই এছাড়াও বিভিন্ন উৎসবের কারণে ১১ দিনের সরকারি ছুটি রয়েছে আগামী নভেম্বরে। আসুন একবার দেখে নেওয়া যাক কোন রাজ্যে কবে কবে বন্ধ থাকবে ব্যাংক।

★১ নভেম্বরঃ কন্নর রাজ্যোৎসবের কারণে ব্যাঙ্গালুরু এবং ইম্ফলে বন্ধ থাকবে ব্যাংক।

   

★৩ নভেম্বরঃ নরক চতুর্দশীর কারণে ব্যাংক বন্ধ থাকবে কেবলমাত্র ব্যাঙ্গালুরুতে।

★৪ নভেম্বরঃ দীপাবলি এবং কালী পূজার কারণে বেঙ্গালুরু ছাড়া ভারতের বাকি সমস্ত রাজ্যের বন্ধ থাকবে ব্যাংক।

★৫ নভেম্বরঃ দীপাবলি এবং গোবর্ধন পূজার কারণে আমেদাবাদ, বেলাপুর, ব্যাঙ্গালুরু, দেরাদুন, জয়পুর, কানপুর, লখনৌ, মুম্বাই এবং নাগপুরে ব্যাংক বন্ধ থাকবে।

★ ৬ নভেম্বরঃ ভাতৃদ্বিতীয়ার কারণে গ্যাংটক, ইম্ফল, কানপুর, লখনৌ এবং সিমলায় ব্যাংক বন্ধ থাকবে।

★৭ নভেম্বরঃ রবিবার হাওয়ায় সমস্ত রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে।

★১০ নভেম্বরঃ ছট পূজার কারণে ব্যাংক বন্ধ থাকবে পাটনা এবং রাঁচিতে।

★১১ নভেম্বরঃ ছট পূজার কারণে ব্যাংক বন্ধ থাকবে পাটনায়।

★১২ নভেম্বরঃ বাঙ্গালা উৎসবের কারণে কেবলমাত্র ব্যাংক বন্ধ থাকবে শিলং-এ।

★১৩ নভেম্বরঃ মাসের দ্বিতীয় শনিবার হিসেবে ব্যাংক বন্ধ থাকবে সমস্ত রাজ্যে।

★১৪ নভেম্বরঃ রবিবার হিসেবে ব্যাংক বন্ধ সমস্ত রাজ্যে।

★১৯ নভেম্বরঃ গুরু নানক জয়ন্তীতে ব্যাংক বন্ধ থাকবে পশ্চিমবঙ্গ, আমেদাবাদ, বেলাপুর, ভূপাল, চন্ডিগড়, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি, আইজল, দেরাদুন, সিমলা এবং শ্রীনগরে।

★২১ নভেম্বরঃ রবিবার সমস্ত রাজ্যে বন্ধ থাকবে ব্যাংক।

★২২ নভেম্বরঃ কনক দাস জয়ন্তীর কারণে ব্যাংক বন্ধ থাকবে ব্যাঙ্গালুরুতে।

★২৩ নভেম্বরঃ সেংগ কুটসেনম-এর ব্যাংক বন্ধ থাকবে শিলংয়ে।

84475 pnb pti

★২৭ নভেম্বরঃ মাসের চতুর্থ শনিবার হিসেবে ব্যাংক বন্ধ থাকবে সমস্ত রাজ্যে।

★২৮ নভেম্বরঃ মাসের শেষ রবিবার হিসেবে ব্যাংক বন্ধ থাকবে সমস্ত রাজ্যে।

আপনি যদি এই মাসে ব্যাংকের কোন গুরুত্বপূর্ণ কাজ রেখে থাকেন তাহলে অবশ্যই একবার চোখ বুলিয়ে নিন এই তালিকায়।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর