ভিকি-ক‍্যাটের পর এবার রণবীর-আলিয়া, ‘হট ফেবারিট’ জুটির বিয়ে নিয়ে বড়সড় আপডেট দিলেন কনের মা

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের সবথেকে চর্চিত জুটিদের মধ‍্যে নিঃসন্দেহে প্রথম সারিতে থাকবে রণবীর কাপুর (ranbir kapoor) ও আলিয়া ভাট (alia bhatt)। বহু অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের পর শেষমেষ মহেশ ভাট-কন‍্যাকেই মনে ধরেছে বলিউডের খ‍্যাতনামা ‘প্লে বয়’এর। তবে আলিয়ার সঙ্গে তাঁর উথাল পাথাল প্রেম দেখার পর আর ওই তকমাটা খাটে না রণবীরের ক্ষেত্রে।

২০১৮ থেকে ডেটিং শুরু করলেও ২০১৯ এ এসে সম্পর্কটা আনুষ্ঠানিক করেন ‘রণলিয়া’ জুটি। তাই স্বাভাবিক ভাবেই অনুরাগীদের প্রশ্ন, বিয়েটা কবে হচ্ছে? ইতিমধ‍্যে একাধিক বার দুজনের বাগদানের গুঞ্জন রটেছে। আর প্রতিবারই তা ভেস্তে গিয়েছে। ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, চলতি বছরের শেষেই বিয়ের পিঁড়িতে বসার কথা তাঁদের।

2115461 alia bhatt ranbir kapoor cute moments 1576047081
এবার বিষয়টা নিয়ে মুখ খুললেন আলিয়ার মা সোনি রাজদান। মুম্বইয়ের এক সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে প্রশ্ন উঠলে সোনি বলেন, “আমিও জানি না বিয়েটা কবে হবে। আমি নিজেই কিছু খবরের জন‍্য অপেক্ষা করছি।” তবে সোনির কথায়, এখনো অনেক সময় আছে। ভবিষ‍্যতে কোনো একদিন হবে ঠিকই। তবে সেটা কবে তা তিনি জানেন না।

গত মাসে শোনা গিয়েছিল, যোধপুরেই নাকি একান্তে বাগদান সারবেন রণবীর আলিয়া। কিন্তু পরে জানা যায় আসলে রণবীরের জন্মদিন সেলিব্রেট করতেই রাজস্থান উড়ে গিয়েছিলেন দুজনে। তবে ফেরার দিন বিমানবন্দরে পাপারাৎজির ক‍্যামেরাবন্দি হতে অভিনেত্রীর আঙুলে দেখা যায় একটি নতুন সোনার আংটি। এরপরেই এনগেজমেন্টের জল্পনার আগুনে ফের ঘি পড়ে। যদিও এ বিষয়ে কিছু বলতে নারাজ রণবীর আলিয়া। বরং বিমানবন্দরে অনুরাগী ও পাপারাৎজির ভিড় থেকে প্রেমিকাকে বাঁচিয়ে বাঁচিয়ে নিয়ে যেতে দেখা গিয়েছিল রণবীরকে।

ranbir alia

রাজাদের জায়গায় গিয়ে রাজকীয় ঢঙেই জন্মদিন সেলিব্রেট করেছেন অভিনেতা। জঙ্গলের মাঝে গ্রানাইট পাথরে ঘেরা জাওয়াই ক‍্যাম্পে ছিলেন রণবীর আলিয়া। এখানে একরাত থাকার দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ‍্য। ক‍্যাম্পে দু রকম থাকার ব‍্যবস্থা রয়েছে ৭৫ হাজারের তাঁবু আর ১ লাখ ৬৫ হাজার টাকার সুইট। দুটোই বিলাসবহুল। বলা বাহুল‍্য, প্রায় দেড় লাখ টাকার সুইটেই ছিলেন রণবীর আলিয়া।

Niranjana Nag

সম্পর্কিত খবর