‘খুব ভাল মানিয়েছে দুজনকে’, হাতির সঙ্গেই চতুর্থ বিয়েটা সেরে ফেলার পরামর্শ পেলেন শ্রাবন্তী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সোশ‍্যাল মিডিয়ায় ট্রোলারদের পছন্দের তালিকায় অন‍্যতম নাম শ্রাবন্তী চট্টোপাধ‍্যায় (srabanti chatterjee)। পেশাগত জীবনের থেকেও ব‍্যক্তিগত জীবন নিয়ে বেশি হাসির পাত্রী হন তিনি। অবস্থাটা এখন এমন দাঁড়িয়েছে যে উঠতে বসতে ট্রোল হচ্ছেন শ্রাবন্তী। এবার হাতির সঙ্গে বিয়ে করার পরামর্শ দেওয়া হল অভিনেত্রীকে।

কিছুদিন আগেই ভ‍্যাকেশনে গিয়েছিলেন শ্রাবন্তী। পুজোটা কাটিয়েই ফের বেড়ুবেড়ু করতে চলে গিয়েছিলেন শ্রাবন্তী। ব‍্যস্ত শিডিউল থেকে সময় বের করে প্রকৃতির কোলে দিব‍্যি আরামে কিছুদিন কাটিয়ে ফের কলকাতা ফিরে এসেছেন তিনি। এখন সোশ‍্যাল মিডিয়ায় টুকটাক শেয়ার করছেন ভ‍্যাকেশনের ছবি।


সাম্প্রতিক ছবিতে হাতির সামনে দাঁড়িয়ে পোজ দিতে দেখা গিয়েছে শ্রাবন্তীকে। একটি ছবিতে হাতির শুঁড় ছুঁয়ে হাসিমুখে লেন্সবন্দি হয়েছেন তিনি। অপর ছবিতে হাতিটি শুঁড় উঁচিয়ে রয়েছে শ্রাবন্তীর মাথার উপরে। ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘পশুদের প্রতি একটু দয়ালু হলে মানুষ কিছুই খোয়াবে না’‌।


ছবিগুলি দেখে ট্রোল করার লোভ সামলাতে পারেননি নেটিজেনদের একাংশ। একজন লিখেছেন, ‘দুটো হাতি একই ফ্রেমে’। আরেকজনের পরামর্শ, ‘দুজনকে খুব ভাল মানিয়েছে, বিয়ে করে নিন’। কমেন্ট বক্স আপাতত সীমিত করে দিলেও ট্রোল, মশকরা আটকাতে পারেননি শ্রাবন্তী।


এর আগেও এই ভ‍্যাকেশনেরই ছবি দিয়ে তুমুল সমালোচিত হয়েছিলেন অভিনেত্রী। একসঙ্গে তিনটি ছবি শেয়ার করেছিলেন তিনি। একটি বড় গণেশের মূর্তির কোলে বসে পোজ দিতে দেখা গিয়েছিল শ্রাবন্তীকে।

যাবতীয় বিতর্কের শুরু এই ছবি থেকেই। ছবিতে অভিনেত্রীর পায়ে চপ্পল পরা থাকতে দেখা গিয়েছে। এতেই চটেছেন নেটিজেনদের একাংশ। জুতো পরে গণেশ মূর্তির উপরে বসে পড়েছেন, লজ্জাবোধটাও হারিয়ে গিয়েছে! নিজেকে হিন্দু বলে পরিচয় দেবেন না, এমনি ভাষায় কটাক্ষের শিকার হতে হয়েছে শ্রাবন্তীকে। এমনকি বাড়তি ওজনের জন‍্য ‘হাতি’ বলেও ট্রোল করা হয়েছে তাঁকে।

X