বাংলাহান্ট ডেস্ক: আরিয়ান খান (aryan khan) মামলায় বড় সফলতা পেল পুলিস। জালে ধরা পড়ল এই মামলার অন্যতম সাক্ষী কিরণ পি গোসাভি (kiran gosavi)। পুণে পুলিসের তরফে জানানো হয়েছে এই খবর। NCB র হাতে আরিয়ান আটক হওয়ার পরপরই দফতর থেকে একটি সেলফি ভাইরাল হয়েছিল। আরিয়ানের সঙ্গে এক ব্যক্তিকে সেলফি তুলতে দেখা গিয়েছিল। তিনিই হলেন কিরণ।
সে সময়ে মনে করা হয়েছিল ইনি কোনো NCB আধিকারিক। বিষয়টা নিয়ে শোরগোল পড়তেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থেকে বিবৃতি প্রকাশ করে বলা হয় কিরণ NCB কেউ নন। উপরন্তু দাবি করা হয় মাদক মামলার নাকি অন্যতম সাক্ষী কিরণ। যদিও এর পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন তিনি। এর আগে ২০১৮ সালেও একটি প্রতারণা মামলায় নাম জড়িয়েছিল কিরণের। তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছিল পুলিস।
জানা যাচ্ছে, মুম্বই থেকে গোয়াগামী ওই ক্রুজ পার্টিতে। শাহরুখ খানের ছেলের সঙ্গে কিরণের যে যোগাযোগ ছিল তা নিয়ে আর কোনো সন্দেহ নেই। সম্প্রতি কিরণের সহকারী তথা দেহরক্ষী প্রভাকর সেইল অভিযোগ করেন, তাঁকে দিয়ে বয়ান হীন কাগজে সই করিয়েছে NCB।
আধিকারিক সমীর ওয়াংখেড়ের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন তিনি। প্রভাকরের দাবি, আরিয়ানের বিরুদ্ধে সাক্ষী দিতে নাকি ২৫ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। তার মধ্যে আট কোটি সমীরকে দেওয়ার কথা শুনেছিলেন সইল। এরপরেই সমীর ওয়াংখেড়ে কে নিয়ে রাজনৈতিক মহলেও চাপান উতোর শুরু হয়। যদিও সমস্ত অভিযোখ অস্বীকার করেছেন সমীর। আজ, বৃহপতিবার ফের বম্বে হাইকোর্টে আরিয়ানের জামিনের শুননি হবে।
বুধবার আরিয়ানের পাশাপাশি অন্য দুই অভিযুক্ত আরবাজ শেঠ মার্চেন্ট ও মুনমুন ধামেচার আইনজীবীরাও নিজেদের মক্কেলের হয়ে জামিনের আবেদন করেন। অমিত দেশাই, মুকুল রোহতাগি এবং আলি কাশিফ খান দেশমুখ অভিযুক্তদের তরফে আদালতে সওয়াল জবাব করেন।
এতেই সময় লেগে যায় প্রায় ২ ঘন্টা। তখন নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেলও দাবি করেন, এবার তাঁরও বক্তব্য পেশ করতে কিছুটা সময় লাগবে। তাই আগামীকাল বেলা তিনটের পর ফের শুরু হবে শুনানি।