বাংলা হান্ট ডেস্কঃ আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান বড় বড় ব্যাটসম্যানদের জন্য এক মূর্তিমান ঘূর্ণিঝড়। তার ঘূর্ণি জাদুতে রীতিমতো নাজেহাল দশা হয়েছে দেশ-বিদেশের তাবড় তাবড় খেলোয়াড়দের। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ইতিমধ্যেই নিজের জাদু দেখাতে শুরু করেছেন রশিদ। স্কটল্যান্ডের বিরুদ্ধে তিনি একাই শিকার করেছিলেন চার চারটি উইকেট। এবার আর মাত্র একটি উইকেট নিলেই এক বিরল রেকর্ড গড়বেন আফগানিস্তানের এই তারকা বোলার।
এ পর্যন্ত ৫২ ম্যাচে ৯৯ টি উইকেট সংগ্রহ করে ফেলেছেন রশিদ। এবার পাকিস্তানের বিরুদ্ধে যদি মাত্র একটি উইকেট শিকার করতে পারেন তিনি, তাহলেই টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে দ্রুত ১০০ উইকেট শিকারী হিসেবে শীর্ষস্থানে উঠে আসবেন তিনি। এছাড়া সারা বিশ্বে তিনি হবেন চতুর্থ বোলার যিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেট শিকার করবেন। তার আগে এই কৃতিত্ব অর্জন করেছেন সাকিব আল হাসান (৯৩ ম্যাচে ১১৭ উইকেট), লাসিথ মালিঙ্গা (৮৪ ম্যাচে ১০৭ উইকেট) এবং টিম সাউদি (৮৪ ম্যাচে ১০০ উইকেট)।
জানিয়ে রাখি টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ১০০ উইকেট শিকারের ক্ষেত্রে এ পর্যন্ত প্রথম স্থানে রয়েছেন লাসিথ মালিঙ্গা। ৭৬ ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি। একই কৃতিত্ব অর্জন করতে সাকিব এবং টিম সাউদির সময় লেগেছিল ৮৪ ম্যাচ। তবে মাত্র ৫৩ ম্যাচেই এই রেকর্ড ভেঙে দিতে পারেন রশিদ। প্রসঙ্গত উল্লেখ্য, টি-টোয়েন্টি ক্রিকেটে প্রত্যেক ১২ বলে একটি করে উইকেট শিকার করার কৃতিত্ব রয়েছে রশিদের নামে। এছাড়া এক ইনিংসে চারবার চার উইকেট এবং দুবার ৫ উইকেট শিকার করেছেন তিনি।
শুধু তাই নয় আর মাত্র চারটি উইকেট শিকার করলে আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাবে যোগ দেবেন রাশিদ। বিশ্বব্যাপী টি-টোয়েন্টি প্রতিযোগিতায় এখনও পর্যন্ত ২৮৫ ম্যাচে ৩৯৬ উইকেট শিকার করেছেন রশিদ খান। অর্থাৎ আর চারটি উইকেট শিকার করলে ৪০০ উইকেট শিকারির ক্লাবে যোগ দেবেন তিনি। এক্ষেত্রে তার আগে রয়েছে মাত্র তিনজন বোলার। ডোয়াইন ব্রাভো (৫৫১), সুনীল নারিন (৪২৫) এবং ইমরান তাহির (৪২০) যারা এখনো পর্যন্ত এই কৃতিত্ব অর্জন করতে পারেননি কেউই। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে আইসিসির র্যাঙ্কিং তালিকা দেখতে গেলে এই মুহূর্তে তৃতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের এই লেগ স্পিনার।