বাংলাহান্ট ডেস্ক: দিওয়ালির আগেই বাড়ি ফিরছেন আরিয়ান খান (aryan khan)। মাদক মামলায় বৃহস্পতিবার জামিন পেয়েছেন তিনি। টানা ২৬ দিন পর বাড়ি ফিরছেন শাহরুখ পুত্র। আদালতের তরফে আনুষ্ঠানিক রায় দেওয়া হলেই জেল থেকে বেরিয়ে মন্নতে ফিরতে পারবেন তিনি। কিন্তু বাড়িতে ফিরলেও আরিয়ানের চলাফেরায় বেশ কয়েকটি নিষেধাজ্ঞা জারি হয়েছে।
বিদেশে যেতে পারবেন না তিনি। তাঁর পাসপোর্ট জমা থাকবে বিশেষ আদালতের কাছে। বিশেষ অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবেন না আরিয়ান। এমনকি মুম্বই পর্যন্ত ছাড়তে পারবেন না তিনি। এ জন্য তদন্তকারী অফিসারের অনুমতি লাগবে আরিয়ানের। মাদক মামলায় আদালতে হওয়া কথোপকথন নিয়ে না সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে পারবেন আর না নেটমাধ্যমে কিছু লিখতে পারবেন তিনি। এই মামলায় জামিন প্রাপ্ত অন্য অভিযুক্তদের সঙ্গেও যোগাযোগ করতে পারবেন না আরিয়ান।
এত দিন পর মুখে হাসি ফুটেছে বাবা শাহরুখের। ছেলের জামিন মঞ্জুর হওয়ার পরেই আইনজীবীদের দলের সঙ্গে লেন্সবন্দি হন তিনি। এতদিন পর ফের কিং খানের হাসিমুখ দেখা গেল। বুক থেকে যে একটা ভার নেমে গিয়েছে তা তাঁর মুখ দেখেই বোঝা যাচ্ছে। আইনজীবী সতীশ মানশিন্ডে ও তাঁর দলের সঙ্গে হাসিমুখে লেন্সবন্দি হয়েছেন শাহরুখ।
আইনজীবী সতীশ মানশিন্ডে সংবাদ মাধ্যমকে জানান, জামিনের রায় শুনে অত্যন্ত খুশি হয়েছিলেন শাহরুখ। তাঁর লড়াই সফল হয়েছে। তিনি আরো দাবি করেন, যেহেতু আরিয়ানের থেকে কোনো মাদক উদ্ধার হয়নি তাই এই গ্রেফতারি প্রথম থেকেই বেআইনি ছিল। আজ কালের মধ্যে বম্বে হাইকোর্ট আনুষ্ঠানিক রায় দিলেই আইনজীবীর দল আরিয়ানকে ছাড়ানোর ব্যবস্থা করতে পারবেন। আরিয়ান সহ মাদক কাণ্ডে অভিযুক্ত আরবাজ শেঠ মার্চেন্ট ও মুনমুন ধামেচাও জামিন পেয়েছেন কাল।