বাংলাহান্ট ডেস্ক: বায়োপিকের দৌলতে আবারো চর্চায় উঠে আসছে রানু মণ্ডল (ranu mondal)। বছর দুই আগে যাঁর গলায় লতা মঙ্গেশকরের সুর শুনে অবাক হয়েছিল নেটপাড়া তাঁকেই নতুন রূপে উপস্থাপন করা হবে পর্দায়। জানা যাবে রানুর জীবনের অজানা নানান কাহিনি। প্রকাশ্যে এসেছে রানু চরিত্রাভিনেত্রী ঈশিকা দের প্রথম লুক।
বলিউডে তৈরি হচ্ছে রানুর বায়োপিক। ‘মিস রানু মারিয়া’। কিছুদিন আগেই রানাঘাটে গায়িকার বাড়ি গিয়ে তাঁর সঙ্গে আড্ডা দিয়ে এসেছেন ঈশিকা। খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করেছেন রানুকে। পর্দায় চরিত্রটা ফুটিয়ে তুলতে যাতে কোনো খামতি না থেকে যায় তার জন্যই এত তোড়জোড় বলে জানিয়েছিলেন ঈশিকা।
তাঁর পরিশ্রম বৃথা যায়নি। রানু মারিয়া হিসাবে অভিনেত্রীর প্রথম লুক বেশ চমকপ্রদ। রানাঘাট স্টেশনে বসে রানুর ‘এক পেয়ার কা নগমা হ্যায়’ ভিডিওটির সঙ্গে অনেকটাই মিল রয়েছে ঈশিকার লুকের। একই রকম শাড়ি পরার ধরন, অভিব্যক্তি সবটার মধ্যেই রয়েছে রানুর ছাপ।
অনেকেই জানেন না, খ্রিস্টান ধর্মাবলম্বী রানুর পুরো নাম রানু মারিয়া মণ্ডল। এখন তাঁর এমন হতশ্রী অবস্থা হলেও এক সময় নিজের গানের জোরে মঞ্চ কাঁপাতেন রানু। তাঁর ‘স্টেজ নেম’ ছিল মিস রানু মারিয়া। সময় বদলেছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমেছে স্টেজে ওঠার ডাক। কিন্তু সুর ছাড়েনি রানুকে।
এত বছর পর একটি ভাইরাল ভিডিওর দৌলতে রানুর এত পরিচিতি। কিন্তু তাঁর আগের জীবনটা কতজনই বা জানে? পরিচালক হৃষীকেশ মণ্ডল জি ২৪ ঘন্টাকে জানান রানুর অতীত জীবনের কাহিনিই তুলে ধরা হবে ছবিতে। মিস রানু মারিয়া থেকে কীভাবে তিনি রানু মণ্ডল হয়ে গেলেন জানা যাবে সেই গল্পই।
ঈশিকা আগে জানিয়েছিলেন, রানু মণ্ডলেরের চরিত্রে অভিনয়ের আগে মনোবিদের পরামর্শ নিয়েছিলেন তিনি। সেই অনুযায়ী নিজেকে তৈরি করছেন। পাশাপাশি দীর্ঘদিনের বন্ধু কমলিকা মুখোপাধ্যায়ের সঙ্গেও আলোচনা করেন তিনি রানুর সঙ্গে সাক্ষাতের আগে। তাঁর পরামর্শ মেনেই একেবারে সাধারন সাজে ঈশিকা হাজির হয়েছিলেন রানুর সামনে। তাতেই তাঁকে কাছে টেনে নিয়েছেন রানু। নভেম্বর মাস থেকে ছবির শুটিং শুরু হবে।