বিশ্বাবসু গেলেন স্টার জলসায়, অর্কজা এলেন জি বাংলায়! টিআরপির লড়াইয়ে মুখোমুখি দুই প্রাক্তন

বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন বিরতির পর আবারো অভিনয়ে ফিরছেন বিশ্বাবসু বিশ্বাস (sanjher bati)। প্রথমে করুণাময়ী রাণী রাসমণি আর তারপর মিঠাই। ভূপাল ও স‍্যান্ডির ভূমিকায় দর্শককে ভালবাসতে বাধ‍্য করেছেন বিশ্বাবসু। মিঠাই ছেড়ে বেরোনো পর ‘মহাপীঠ তারাপীঠ’সিরিয়ালে একটি ছোট চরিত্র করেন তিনি। তারপর আর বিশ্বাবসু্য দেখা পাওয়া যাচ্ছিল না। ফের ক‍্যামেরার সামনে দাঁড়াতে চলেছেন তিনি।

স্টার জলসার সিরিয়াল ‘সাঁঝের বাতি’তে যোগ দিচ্ছেন বিশ্বাবসু। যুবরাজ চরিত্রে অভিনয় করবেন তিনি। নায়িকার বন্ধু যুবরাজ সদ‍্য বিদেশ থেকে ফিরেছে। পরবর্তীকালে চরিত্রটি নেগেটিভও হয়ে উঠতে পারে বলে জানান বিশ্বাবসু। কিন্তু সিরিয়ালে এমন অনিয়মিত কেন তিনি? অভিনেতা জানান, ব‍্যস্ততার কারণে ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি বিশ্বাবসু। তবে যুবরাজ চরিত্রে দর্শকদের মন জয় করতে পারবেন বলে বিশ্বাস তাঁর।

IMG 20211029 163243
এদিকে বিশ্বাবসু জি বাংলা ছাড়তেই সেখানে পা রেখেছেন তাঁরই প্রাক্তন অর্কজা আচার্য। মিঠাই তে স‍্যান্ডির চরিত্রে বিশ্বাবসুর অভিনয় এখনো মিস করেন অনেকেই। এবার এই সিরিয়ালেই অভিনয় করতে চলেছেন অর্কজা। আইপিএস অফিসার বসুন্ধরা বসু চরিত্রে অভিনয় করবেন অর্কজা।

রুদ্র ওরফে রুডি অর্থাৎ ফাহিম মির্জাকে তদন্তে সাহায‍্য করতেই তার বদলি হয়েছে। দুজনের মধ‍্যে প্রেমের সম্পর্কও তৈরি হবে বলে খবর। বৃহস্পতিবার থেকেই শুরু হল অর্কজার শুটিং। মাস দুয়েক আগে শেষ হওয়া ‘ওগো নিরুপমা’ সিরিয়াল থেকে বেরিয়ে এবার তিনি পা রাখলেন মিঠাইতে।

মাস কয়েক আগেই ভেঙেছে বিশ্বাবসু ও অর্কজার সম্পর্ক। আড়াই বছর ধরে সম্পর্কে ছিলেন তাঁরা। শোনা গিয়েছিল, অর্কজা ওগো নিরুপমার নায়ক গৌরব রায়চৌধুরীর প্রেমে ফড়তেই সম্পর্কে চিড় ধরে তাঁদের। কিন্তু এ বিষয়ে মুখ খুলতে চাননি কেউই। এবার টিআরপির প্রতিযোগিতায় নামলেন বিশ্বাবসু অর্কজা।

Niranjana Nag

সম্পর্কিত খবর