ধনতেরাসে এই তিনটির মধ্যে কিনে রাখুন যেকোনো একটি জিনিস, সংসারে কখনো অভাব হবে না টাকার

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস (dhanteras) পালিত হয়ে থাকে। এই বছর এই দিনটি পড়েছে ২ রা নভেম্বর ২০২১। এই ধনতেরাস থেকেই শুরু হয় পাঁচ দিনের দীপাবলি উৎসব। এই ধনতেরাসের দিনে নতুন জিনিস কিনলে সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় বলে মনে করা হয়।

এই সময় সোনা বা রূপার জিনিসই প্রধানত কেনার নিয়ম, তবে যদি কেউ সোনা রূপো না কিনতে পারেন, তাহলে তাঁরা স্টিল, পিতল বা তামার জিনিসও কিনে থাকেন। আবার মনে করা হয় ধনতেরাসের দিন এই তিনটি জিনিসের মধ্যে যে কোন একটি কিনলে, মা লক্ষ্মী সর্বদা আপনার উপর প্রসন্ন থাকবেন। কোনদিন হবেন অর্থাভাব। জেনে নিন বিস্তারিত-

ছোট স্টিলের চামচঃ এইদিন সোনা রূপো কেনার চল থাকলেও, তা যদি না কিনতে পারেন তাহলে একটি ছোট স্টিলের চামচ কিনতেই পারেন। তবে ওই চামচটি অত্যন্ত যত্ন সহকারে রাখতে হবে আপনাকে। এই চামচের মাধ্যমেই মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং তা আপনার গোটা পরিবারের উপর বিরাজ করবে।

ধনিয়া বীজঃ অনেকেই হয়ত জানেন না ধনতেরাসের শুভ দিনে ধনিয়া বীজ কেনার একটি ঐতিহ্য রয়েছে। লক্ষ্মী পুজোর সময় এই বীজ দেবীকে নিবেদন করে পুজো করার পর কিছুটা বীজ একটি মাটির পাত্রে বা আপনার বাড়ির পিছনের অংশে পুঁতে দিয়ে বাকিটা নিরাপদে রাখতে হবে।

সোলাহ মেকআপ আইটেমঃ এই দিনে বিবাহিত মহিলাকে ‘সোলহা শ্রিংগার’ বা সিঁদুর সহ একটি লাল শাড়িও উপহার দিতে পারেন। তবে যদি বাড়িতে বা আশেপাশে কোন বিবাহিত মহিলাকে এই জিনিস দেওয়ার মত না পান, তাহলে কোন অবিবাহিত মেয়েকে দিয়েও আশীর্বাদ করতে পারেন। এতেও মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন।

যদি এই সময় আপনি ধনতেরাস উপলক্ষ্যে কোন জিনিস নাও কিনতে পারেন, তবে ভুল করেও অ্যালুমিনিয়াম বা কাচের কোন জিনিস কিনবেন না। এটি অশুভ বলে মনে করা হয়।

X