বাংলাহান্ট ডেস্কঃ চারটি কেন্দ্রে শুরু হল উপনির্বাচন। বাংলার (west bengal) এই চার কেন্দ্রেই জারি রয়েছে কড়া নিরাপত্তা। মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। ৩০ শে অক্টোবর নির্বাচন শেষে ফলাফল প্রকাশিত হবে আগামী মঙ্গলবার। সকাল থেকেই বুথে বুথে ভোটারদের লম্বা লাইন দেখা যাচ্ছে।
প্রত্যেকটি বুথেই ১০০ শতাংশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। যেমনটা জানা গিয়েছে, দিনহাটায় রয়েছে ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, শান্তিপুরে রয়েছে ২২ কোম্পানি, গোসাবায় ২৩ কোম্পানি এবং খড়দহে ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে।
জানা গিয়েছে, পূর্বেকার মতনই কেন্দ্রে ১ টা বুথ থাকলে সেখানে মোতায়েন করা হয়েছে ৪ জন কেন্দ্রীয় বাহিনী। আবার কেন্দ্রে যদি ২ থেকে ৪ টি বুথ থাকে, তাহলে সেখানে মোতায়েন করা হয়েছে ৮ জন কেন্দ্রীয় বাহিনী, ৫ থেকে ৮ টা বুথ থাকলে থাকবে ১৬ জন কেন্দ্রীয় বাহিনী এবং ৯ ও তার বেশি বুথের জন্য মোতায়েন থাকছে ২৪ জন কেন্দ্রীয় বাহিনী।
প্রসঙ্গত, বিরোধীদের থেকে খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহা ভালো ব্যবধানে জয়লাভ করলেও, করোনার কারণে তাঁর মৃত্যু হওয়ায় সেই আসনে এবার লড়াই করবেন তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়, যিনি ভবানীপুর কেন্দ্রে জয়লাভ করেও, মুখ্যমন্ত্রীর জন্য আসন ছেড়ে দিয়েছিলেন।
কোভিড পরবর্তী জটিলতার কারণে গোসাবার প্রার্থী জয়ন্ত নস্করের মৃত্যু হওয়ার কারণে, সেখানে আবারও উপনির্বাচন হচ্ছে। এবারে বিজেপি প্রার্থী হয়েছেন পলাশ রানা এবং তৃণমূলের পক্ষ থেকে দাঁড়িয়েছেন সুব্রত মন্ডল।
আবার দিনহাটায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক জয়লাভ করলেও, তিনি তাঁর পূর্বের সাংআসদ পদে ফিরে যাওয়ার কারণে, সেখানে উপনির্বাচনে এবার বিজেপির পক্ষ থেকে দাঁড়িয়েছেন অশোক মণ্ডল ও তৃণমূল প্রার্থী হয়েছেন উদয়ন গুহ। আবার এই একই চিত্র দেখা গিয়েছে শান্তিপুরেও। এবার উপনির্বাচনে সেখানে বিজেপির প্রার্থী হয়েছেন নিরঞ্জন বিশ্বাস এবং তৃণমূলের পক্ষ থেকে লড়ছেন ব্রজকিশোর গোস্বামী।
জানা গিয়েছে, খড়দহে ভোটার সংখ্যা রয়েছে ২৩২৩৪৮, গোসবায় ২৩০২৩০, দিনহাটায় ২৯৮০৬৭ এবং শান্তিপুরে মোট ভোটার সংখ্যা ২৫৪৮৮৯।