বাংলাহান্ট ডেস্কঃ উত্তরপ্রদেশে (uttar pradesh) নির্বাচন আসন্ন। এই সময় সকল দলই ক্ষমতা দখলের দৌড়ে সামিল হচ্ছে। ইতিমধ্যেই এসপি প্রধান ৪০০ পার করে যাওয়ার শ্লোগান দিয়ে দিয়েছেন। তবে এবার উওরপ্রদেশের হয়ে মাঠে নামলেন বিজেপির চাণক্য তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (amit shah)। দফায় দফায় বৈঠক শেষে, এবার নিজেই মাঠে নেমে পড়েছেন অমিত শাহ।
শুক্রবার লখনউতে আয়োজিত বেশকিছু কর্মসূচীতে অংশ নেন অমিত শাহ। এছাড়াও তাঁকে বেশকিছু বৈঠকেও দেখা গিয়েছিল। ৩০০ পার করে যাওয়ার শ্লোগানও দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্রবার বিকেলে অমিত শাহের উপস্থিতিতে বড় বৈঠকে অংশ নিয়েছিলেন বর্তমান বিধায়ক, প্রাক্তন বিধায়ক, বর্তমান সাংসদ, প্রাক্তন সাংসদ, কর্মী ও অনেক সিনিয়র নেতারা।
বিজেপির শক্তিশালী সংগঠনের প্রশংসা করার পাশাপাশি, নির্বাচনের মাঠে বিজেপির কৌশলকে টেক্কা দেবার মত, বড় সংঠন নেই বলেও দাবি করেন অমিত শাহ। তিনি জোরের সহিত বলন যে, বুথ যদি শক্তিশালী থাকে, তাহলে ৩০০ পার করে যাওয়া কোন কঠিন ব্যাপার হবে না। আর এটা করতে গেলে প্রাক্তন সাংসদ এবং বিধায়কদের বড় ভূমিকা নিতে হবেও জানান অমিত শাহ। দায়িত্ব নিয়ে সংগঠনকে শক্তিশালী করার কথাও বলেন তিনি।
বৈঠকে জয়ের মন্ত্র দেওয়ার পাশাপাশি সব ইনচার্জের সঙ্গে আলাদা বৈঠক করে বিজেপির রিপোর্ট কার্ড চেয়েছেন তিনি। অমিত শাহ বলেন, যোগী আদিত্যনাথ যদি আবারও মুখ্যমন্ত্রীর আসন আসীন থাকেন, তাহলে কেন্দ্রের ক্ষমতায় ফের বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৪ সালের নির্বাচনের প্রস্তুতি ২০২২ সালের উত্তরপ্রদেশের নির্বাচন থেকেই শুরু করতে হবে।