তালিবান-পাকিস্তান সম্পর্ক আফগান ক্রিকেটকে সাহায্য করবে কি? অদ্ভুত প্রশ্ন করায় সাংবাদিককে কড়া বার্তা নবীর

বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবারে রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সেমির দিকে আরও এক ধাপ অগ্রসর হয়েছে পাকিস্তান। যদিও এই ম্যাচে শুরু থেকে শেষ অবধি দুর্দান্ত লড়াই গিয়েছিল রশিদরাও। বিশেষত মাত্র ৭৬ রানের ৬ উইকেট হারানোর পর যেভাবে দলকে কামব্যাক করান অধিনায়ক মোহাম্মদ নবী এবং গুলবাদিন তা ছিল অনবদ্য। হাতে মাত্র ১৪৭ রান থাকলেও তা নিয়ে লড়াইয়ের জায়গা একটুও ছাড়েনি আফগান বাহিনী।

এমনকি ১৯ তম ওভারে যদি আসিফ আলি করিমকে চারটি ছয় না মারতেন তাহলে ইতিহাস বদলে দিতেও পারত আফগানিস্তান। শুক্রবার ম্যাচের পর প্রেস কনফারেন্সে সাংবাদিকদের সমস্ত প্রশ্নের জবাব দেন অধিনায়ক মোহাম্মদ নবী। করিমকে এই দেওয়া নিয়েও নিজের মতামত প্রকাশ করেন তিনি। তিনি জানান, গুলবাদিন ছিল ঠিকই কিন্তু করিম আগেই তিন ওভার বল করে ফেলেছিল তাই তার হাতে বল তুলে দেওয়াই বেশি শ্রেয় মনে করেছেন তিনি।

একই সঙ্গে এই সাংবাদিক সম্মেলনে মোহাম্মদ ইদ্রিস নামক এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘আপনাদের মধ্যে কি কোন রকম ভয় রয়েছে যে দেশে সরকার পরিবর্তন হয়েছে তারা আপনাদের কোন রকম প্রশ্ন করতে পারেন? দ্বিতীয়ত, আফগানিস্তানে যে নতুন পর্ব শুরু হয়েছে তাতে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অত্যন্ত ভালো হয়েছে এতে আগামী দিনে আফগানিস্তানের ক্রিকেটে কোন লাভ হবে কি?” এতে সরাসরি নবী বলেন, আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি। ওই বিষয়টি ওখানেই ছেড়ে দিন। ক্রিকেট সম্পর্কিত কোন প্রশ্ন থাকলে করুন। আমরা ওয়ার্ল্ড কাপের জন্য ভালো প্রস্তুতি নিয়ে এসেছি এবং আগামী দিনে ভালো খেলতে চাই।

এর পরেই সাংবাদিক সম্মেলন শেষ করে উঠে যান আফগান অধিনায়ক। এর আগেও জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকার মাধ্যমে দেশের তালিবান সরকারকে বার্তা দিয়েছিল আফগানিস্তান ক্রিকেট দল। এবারও কার্যত তেমনি বার্তা দিলেন নবী।

 

Abhirup Das

সম্পর্কিত খবর