বাংলাহান্ট ডেস্কঃ পরনে শাড়ি, কপালে টিপ, হাতে রয়েছে ছাতা। তবে মুখে রয়েছে একগাল দাড়ি! হ্যাঁ ঠিক এইভাবেই ইতালি (Italy) মিলানের রাস্তায় দাঁড়িয়ে সাবলীল ফটোশ্যুট করলেন কলকাতার (Kolkata) যুবক পুষ্পক সেন (Pushpak Sen)। এখন শুধুমাত্র সেলেবরাই নয়, এভাবেই ছুৎমার্গ ভাঙলেন বঙ্গ তনয়।
এখান আর নেই কোন ছুৎমার্গ। বহুদিন আগেই সেই বেড়াজাল ভেঙে দিয়েছেন সেলেবরা। কখনও তা ভেঙেছেন হ্যারি স্টাইলস, আবার কখনও রনবীর সিং (Ranveer Singh), আবার কখনও কোরিয়ান পপ-ব্যান্ড বিটিএস (BTS)। মহিলাদের পোশাক যে সাবলীলভাবে পুরুষরাও পরিধান করতে পারে, তা করে দেখিয়েছেন এনারাই।
https://www.facebook.com/puspak.sen.5/posts/4715326398519024
এবার সেই পথেই পা বাড়িয়ে পোশাকের ছুৎমার্গ ভাঙলেন কলকাতার যুবক পুষ্পক সেন। মিলানের রাস্তায় তাঁর এই সাবলীল ফটোশ্যুট ইতিমধ্যেই হইচই ফেলে দিয়েছে স্যোশাল মিডিয়ায়। তবে এটাই তাঁর প্রথম নয়। এর আগেও শাড়ি ও টিপ পরে সোশ্যাল মাধ্যমে ঝড় তুলেছিলেন বঙ্গ তনয়।
ইতালিতে ফ্যাশন মার্কেটিং এবং কমিউনিকেশন নিয়ে পড়াশুনা করছেন কলকাতার যুবক পুষ্পক সেন। তবে বর্তমান সময়ে ফ্যাশন হাব মিলানের রাস্তায় তাঁর এই পোশাকের ফটোশ্যুট সাড়া ফেলে দিয়েছে সর্বত্র।