ইটালি সফরে প্রধানমন্ত্রী মোদীর কাছে প্রশ্ন এল ‘কেম ছো’? ঘুরিয়ে এই উত্তর দিলেন মোদী জি

বাংলাহান্ট ডেস্কঃ বিগত ১২ বছর পর রোমের মাটিতে পা রাখলেন ভারতের প্রধানমন্ত্রী। জি-২০ সম্মেলনে অংশগ্রহণ করতে সেখানে উপস্থিত হলেন প্রধানমন্ত্রী মোদী (narendra modi)। ইটালি থেকে দুদিনের সফর শেষে তাঁর ব্রিটেনেও নিমন্ত্রণ ছিল। তবে এই ইটালির সফরকালে বেশ সুন্দর অভিজ্ঞতার মধ্যে দিয়ে কাটল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিদেশের মাটিতে থেকেও যুক্ত থাকলেন নিজের মাতৃভাষার সঙ্গে।

বিদেশের মাটিতে দাঁড়িয়ে সেখানকার মানুষদের থেকে উষ্ণ অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘মোদী মোদী’ হর্ষধ্বনিতে কেঁপে ওঠে রোমের (rome) আকাশ, ধ্বনিত হয় সংস্কৃত শ্লোকও। মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করতে গিয়ে, ইটালির জনতার থেকে আবেগঘন ভালোবাসা পেয়ে আপ্লুত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীজিকে সামনে দেখেনি এক মহিলা আওড়াতে থাকেন সংস্কৃত শ্লোক। এগিয়ে এসে বেশ কিছুক্ষণ কথা বলেন মাথায় পাগড়ি পরিহিত এক ভদ্রলোকও।

এরই মাঝে সেখানে যখন নরেন্দ্র মোদীকে ঘিরে ধরে মানুষেরা আনন্দ প্রকাশ করছিলেন, ঠিক সেই সময় এক মহিলা গুজরাটি ভাষায় প্রধানমন্ত্রীকে জিজ্ঞেসা করেন ‘কেম ছো’? বিদেশের মাটিতে দাঁড়িয়েও নিজের মাতৃভাষা শুনে হাসির ঝিলিক ফুটে ওঠে প্রধানমন্ত্রী মোদীর চোখে মুখে। হাসি মুখেই তিনি উত্তর দেন, ‘মাজা মা মাজা মা। তমো কেম মাজা মা ছো?’

mialao

প্রসঙ্গত, জি-২০ সম্মেলনে অংশগ্রহণ করতে সেখানে গেলেও, ইটালিয়ান প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে প্রধানমন্ত্রী মোদী দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলেও জানা গিয়েছিল। পাশাপাশি ঐতিহাসিক স্থান ভ্যাটিকান সিটিতে গিয়ে পোপের সঙ্গেও দেখা করার কথা ছিল প্রধানমন্ত্রীর। আর তারপরই ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসণের নিমন্ত্রণ রক্ষা করতে গ্লাসগোতে যাবেন বলে শোনা গিয়েছিল।

Smita Hari

সম্পর্কিত খবর