বাংলা হান্ট ডেস্কঃ রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ রয়েছে ইন্ডিয়ার। বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হারের পর এই ম্যাচের গুরুত্ব আরও বেড়ে গিয়েছে কোহলি বাহিনীর জন্য। কারণ এই ম্যাচে একবার হারলে ভারতের শেষ চারে পৌঁছানোর আশা প্রায় শেষ হয়ে যাবে। ম্যাচের আগে আজ একটি প্রেস কনফারেন্সেও করেন অধিনায়ক বিরাট কোহলি। এই কনফারেন্সে একদিকে যেমন মোহাম্মদ শামির ট্রোলিং প্রসঙ্গে মুখ খুলেছেন বিরাট, তেমনি অন্যদিকে দল নিয়েও বেশ কিছু বড় আপডেট দিয়েছেন তিনি।
পাকিস্তান ম্যাচে ব্যাটিং করার সময় কাঁধে চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। এমনিতেই পিঠের চোটের কারণে তিনি তেমন বল করতে পারছেন না, তার উপর এই আঘাতের পর তার শারীরিক পরিস্থিতি তা জানতে মুখে ছিল সকলেই। বিরাট জানিয়েছেন হার্দিক সামান্য চোট পেয়েছিলেন তবে এখন তিনি পুরোপুরি সুস্থ। একইসঙ্গে ষষ্ঠ বোলারের সঙ্গে জয়ের কোন সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন ভারত অধিনায়ক। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি এবং হার্দিক যে কেউ দলের ষষ্ঠ বোলার হতে পারে। তবে ষষ্ঠ বোলারের সঙ্গে সরাসরি জয়ের কোন সম্পর্ক নেই।
একইসঙ্গে এদিন শার্দুলেরও প্রশংসা করেছেন ভারত অধিনায়ক। শার্দুলের বিষয়ে তিনি বলেন, “তিনি(শার্দুল) এমন একজন খেলোয়াড় যিনি দীর্ঘদিন ধরেই আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছেন। তিনি এমন একজন খেলোয়াড় যিনি দনে অবশ্যই অনেকটা যোগদান দিতে পারেন। যদিও আমি এখনই বলতে পারছি না তিনি কি রোল পাবেন এবং তাকে নিয়ে আমাদের আগামী পরিকল্পনা কি। তবে এটুকু বলতে পারি শার্দুলের কথা অবশ্যই আমাদের চিন্তা ভাবনার মধ্যে রয়েছে।”
নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচ ভারতের জন্য মরণ বাচন ম্যাচ হতে চলেছে। পাকিস্তানের বিরুদ্ধে হারের পর ভারতের আত্মবিশ্বাসে কোথাও ধাক্কা লেগেছে কিনা এ সম্পর্কে বলতে গিয়ে কোহলি বলেন, “দলের ক্রিকেটাররা জানেন কীভাবে প্রত্যাবর্তন করতে হয়। এর আগেও টিম ইন্ডিয়া এমন পরিস্থিতিতে ভালো পারফর্ম করেছে।” সমর্থকদেরও একই আশা ভারত ফের একবার দুরন্তভাবে কাম ব্যাক করুক। তবে সেই প্রত্যাশা সফল হবে কি না তা বলে দেবে কালকের ম্যাচই।