বাংলাহান্ট ডেস্কঃ বর্তমানে গোয়া সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে গিয়ে গোয়ার মটিতে ঘাসফুল ফোটানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল শিবির। আবার এরই মাঝে গতকালই গোয়ায় উপস্থিত হয়েছেন কংগ্রেস শীর্ষনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। কিন্তু তার আগেই কংগ্রেসের প্রতি নিজের মনোভাব স্পষ্ট করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জোট করতে হলে, বিজেপি বিরোধী সব দলকে এক হতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতার দাবী, বিরোধীদের একত্রিত করতে কংগ্রেসরা কখনই একমত নয়। দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে শক্তিশালী করতে আঞ্চলিক দলগুলোকে এগিয়ে আসতে হবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কংগ্রেসের কারণেই প্রচারের আলোয় আসতে পেরেছে মোদী। আর সেই কারণেই ধীরে ধীরে শক্তি বাড়াতে শুরু করেছে বিজেপি সরকার। কংগ্রেস যদি বিজেপি বিরোধীতার কৌশল নিতে না পারে, তাহলে ফল ভুগতে হবে দেশকে। কিন্তু দেশের কাছে আরও অনেক সুযোগ থাকতে, দেশ কেন এই ফল ভুগবে’।
তিনি আরও বলেন, ‘বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াই না করে, তৃণমূলের বিরুদ্ধে লড়ছে কংগ্রেস। আপনারা কি ভাবছেন, এরপরও আমি তাঁদের ফুল দিয়ে স্বাগত জানাবো? আমরা চাই আঞ্চলিক দলগুলো শক্তি শালী হোক, আমরা আসন ছাড়ব’।
কংগ্রেসের বিরুদ্ধে কিছুটা মুখ খোলার পর মুখ্যমন্ত্রী বলেন, ‘ওটা তো আমার দল নয়, তাই ওদের নিয়ে আর আমি আলোচনা করতে চাই না। অন্য কারো সমর্থন ছাড়াই আমার একটি আঞ্চলিক দল আছে এবং আমি সেই দলের সাহায্যেই এবং জনগণের সমর্থনে সরকার গড়েছি। তবে অন্য দলের সঙ্গে আর কথা বলব না আমি, তাঁদের সিদ্ধান্ত তাঁদেরকেই নিতে হবে’।