আজই ঘরে ফিরতে চলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, আগরতলার মটিতেই অভিষেকের হাত ধরে ফিরবেন তৃণমূলে!

বাংলাহান্ট ডেস্কঃ ছিলেন তৃণমূলের একজন বিশ্বস্ত সৈনিক। বহু দিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত থাকার পর, একুশের বিধানসভা নির্বাচনের পূর্বে গিয়ে নাম লিখিয়েছিলেন বিজেপি শিবিরে। তারপর নির্বাচনে দাঁড়িয়ে পরাজয়ের পরই বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হয় রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee)।

নির্বাচনে পরাজয়ের পর থেকে গেরুয়া শিবিরে সেভাবে আর পাত্তা পাওয়া যাচ্ছিল না রাজীব বন্দ্যোপাধ্যায়ের। দলের বিরুদ্ধে একাধিকবার ক্ষোভ উগরে দিতেই দেখা গিয়েছিল তাঁকে। আবারও জল্পনা বাড়ছিল ঘরে ফেরার। এবার সেই জল্পনাকেই সত্যি করে ‘ঘর ওয়াপসি’ হচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

rajib banerjee

সূত্রের খবর, শুক্রবারই আগরতলায় চলে গেছেন প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। আর আজ আগরতলার মাটিতেই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই ফের তৃণমূলে অর্থাৎ নিজের বাড়িতে ফিরবেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এমনকি তৃণমূলে ফেরার আগে দলের কাছে নিঃশর্তে ক্ষমাও চেয়ে নিয়েছেন বলেও জানা গিয়েছে।

ত্রিপুরায় নিজেদের মাটি শক্ত করতে বদ্ধ পরিকর তৃণমূল বাহিনী। সেই লক্ষ্যে প্রায় রোজদিনই সভা সমাবেশ করছে সবুজ শিবির। আজ অর্থাৎ রবিবার আগরতলায় সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু এই সভাকে পন্ড করতে করোনার বিধি নিয়ে তৃণমূলের মঞ্চ বাঁধায় বাধা দিয়েছিল ত্রিপুরা পুলিশ। আস্তাবল ময়দানে সভা করার কথা বলা হয়।

এই বিষয়ের পরিপ্রেক্ষিতে ত্রিপুরা হাই কোর্টে মামলা করলে, বিচারপতি শুভাশিস তলাপাত্র ভার্চুয়াল মাধ্যমে রায় দিয়ে তৃণমূলের পক্ষেই মত দেন। পুলিশের যুক্তিকে উড়িয়ে দিয়ে, পূর্বেকার নির্ধারিত জায়গাতেই সভা করার নির্দেশ দেন। জানা গিয়েছে, বিজেপি বিধায়ক আশিস দাস, কংগ্রেসের রতন দাস, গত ভোটে বিজেপির প্রার্থী ষষ্ঠীমোহন দাস আজ যোগ দিতে চলেছেন তৃণমূল শিবিরে।

Smita Hari

সম্পর্কিত খবর