বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) রবিবার অযোধ্যায় (Ayodhya) রামলালা অভিষেকের জন্য আফগানিস্তানের এক যুবতীর দ্বারা পাঠানো কাবুল নদীর জল নিয়ে যান। মুখ্যমন্ত্রী প্রথমে অযোধ্যায় হনুমানগড়ির দর্শন করবেন আর এরপর কাবুল নদীর জলের সঙ্গে গঙ্গার জল মিশিয়ে রামলালার অভিষেক করবেন। এরপর আগামী ৩ নভেম্বর অযোধ্যায় হতে চলা মহা দীপ উৎসবের সমীক্ষা করবেন।
#WATCH | A girl from Afghanistan had sent water of Kabul river to PM Modi to offer it at Shree Ram Janmabhoomi in Ayodhya. Accordingly, I am going to Ayodhya to offer it to Lord Rama: UP CM Yogi Adityanath in Lucknow pic.twitter.com/UM7VU0leiq
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) October 31, 2021
অযোধ্যায় এবার দীপ উৎসব ধুমধাম ভাবে পালিত হবে। আর সেই কারণেই রবিবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অযোধ্যা সফরে যান। অযোধ্যায় দীপ উৎসব পালনের জন্য সরকারের তরফ থেকে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভোকাল ফর লোকাল পরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকার গোবর দিয়ে বানানো প্রদীপ দিয়ে রাম নগরী উজ্জ্বল করার পরিকল্পনা নিয়েছে। রাজ্য সরকার এবার দীপ উৎসবে পাঁচ লক্ষ প্রদীপ জ্বালানোর প্রস্তুতি নিয়েছে।
বিজেপির তরফ থেকেও বাড়ি বাড়ি প্রদীপ জ্বালানোর অভিযান শুরু করা হয়েছে। এই অভিযানে বিজেপির কর্মীরা তাঁদের নিজেদের বাড়িতে দুটি প্রদীপ জ্বালানোর পাশাপাশি এলাকার প্রতিটি মানুষকে তাঁদের নিজেদের বাড়িতে দুটি করে প্রদীপ জ্বালানোর জন্য প্রেরণা দেবে।
কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশে একটি সভা করে অযোধ্যা সহ গোটা উত্তর প্রদেশের মানুষকে এবারের দীপাবলিতে বাড়িতে দুটি করে প্রদীপ জ্বালানোর আবেদন জানিয়েছিলেন। প্রধানমন্ত্রীর সেই ইচ্ছে পূরণের জন্য এবার বিজেপির কর্মীরাও কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে।