বাংলাহান্ট ডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউ পেরিয়ে আবারও স্বাভাবিক ছন্দে ফিরছে লোকাল ট্রেন (local train)। ৩১ শে অক্টোবর থেকেই ফের লোকাল ট্রেন চালানোর অনুমতি দেয় রাজ্য সরকার। আর সেই মর্মে আজ থেকেই চলতে শুরু করেছে লোকাল ট্রেন। শীঘ্রই তা পূর্বেকার পুরোন ছন্দেও ফিরবে বলেও জানানো হয়েছে।
তবে এই করোনা আবহে টিকিট কাটার নিয়মে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেছিল। বন্ধ ছিল ভারতীয় রেলের (Indian Railways) অসংরক্ষিত টিকিট কাটার অ্যাপ ইউটিএস (UTS)। তাই রবিবার থেকে ট্রেন চালু হওয়ার সঙ্গে সঙ্গেই, চালু হয়ে গেল এই অ্যাপ। এবার থেকে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার কোন প্রয়োজন নেই। ওই অ্যাপেই কাটতে পারবেন রেলের অসংরক্ষিত টিকিট।
শুধু লাইনে না দাঁড়ানোর সুবিধাই নয়, সেইসঙ্গে থাকছে একাধিক সুবিধাও। জেনে নিন-
রেলের এই অ্যাপের সাহায্যে স্টেশন থেকে ২০০ মিটার দূরত্বে থেকে টিকিট কাটতে হবে, প্ল্যাটফর্মে পৌঁছে গেলে আর হবে না। তবে টিকিট কাটার ১ ঘন্টার মধ্যেই ট্রেনে চড়তে হবে। তিন দিন আগেও টিকিট কাটতে পারবেন এবং তা আবার বাতিলও করতে পারবেন। আবার চাইলে মোবাইলে থাকা টিকিট, কাউন্টারে দেখিয়ে কাগজের টিকিটও নিতে নিতে পারবেন।
রোজকার টিকিটের সঙ্গে মাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাসিক ও বাৎসরিক টিকিটও একসঙ্গে কেটে নেওয়া যায়। সেক্ষেত্রে ০.০৫ শতাংশ ছাড়ও মেলে গ্রাহকদের। যেমন কারো ক্ষেত্রে যদি ত্রৈমাসিক টিকিটের দাম ১০০০ টাকা হয়, তাহলে তাঁকে দিতে হবে ৯৭৫ টাকা।
এই অ্যাপে ‘আর-ওয়ালেট’ রয়েছে, যেখানে গ্রাহক নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই মাধ্যমে টাকা রাখতে পারবেন। তবে এখানে টাকা রাখার সময় রেল আপনাকে ৫ শতাংশ টাকা ক্যাশব্যাকও দেবে। অর্থাৎ কেউ যদি ১০০০ টাকা রাখেন, সেক্ষেত্রে তাঁর ‘আর-ওয়ালেট’ টোলাট ব্যালেন্স দেখাবে ১০৫০ টাকা।
এই ‘আর-ওয়ালেটে’ আপনি যত খুশি টাকা রাখতে পারেন, কোন সমস্যা নেই। আবার যদি কখনও এই অ্যাপ আনইন্সটল করে দেন, তাহলে ওয়ালেটে থাকা সব টাকাই ফেরত পাবেন। সেজন্য আপনাকে ‘সারেন্ডার আর-ওয়ালেট’ অপশন তখন বেছে নিতে হবে।