বাংলা হান্ট ডেস্কঃ নতুন মাস পড়তেই দাম বাড়ল রান্নার গ্যাসের (lpg cylinder)। একদিকে অগ্নিমূল্য হয়ে রয়েছে পেট্রোল ডিজেলের দাম, আর অন্যদিকে এবার মাসের শুরুতেই বাড়ল রান্নার গ্যাসের দাম। যা দেখে মাথায় হাত মধ্যবিত্তের। ২৬৫ টাকা দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের।
রান্নার গ্যাসের দাম বাড়লেও, কিছুটা স্বস্তিতে মধ্যবিত্ত। এবারে গ্যাসের দাম বাড়লেও, গৃহস্থের রান্নার গ্যাসের দাম বাড়েনি, বেড়েছে বাণিজ্যিক গ্যাসের। দিল্লীতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম আগে ছিল ১৭৩৩ টাকা, আর এখন বেড়ে দাঁড়িয়েছে ২০০০ টাকা।
অন্যদিকে, মুম্বইতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম আগে ছিল ১৬৮৩ টাকা এবং এখন দাম বেড়ে দাঁড়িয়েছে ১৯৫০ টাকা। আর কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম এখন হয়েছে ২০৭৩.৫০ টাকা। চেন্নাইতে সিলিন্ডারের দাম হয়েছে ২১৩৩ টাকা।
প্রসঙ্গত, দিল্লীতে ১৪.২ কেজি ভর্তুকি ছাড়া এলপিজি সিলিন্ডারের দাম রয়েছে ৮৯৯.৫০ টাকা। কলকাতায় দাম রয়েছে ৯২৬ টাকা এবং চেন্নাইতে রয়েছে দাম ৯১৫.৫০ টাকা। তবে নতুন করে নভেম্বরে এখনও অবধি বৃদ্ধি পায়নি গৃহস্থের সিলিন্ডারের দাম। কালী পুজোর মুখে কিছুটা হলেও স্বস্তি পেল মধ্যবিত্ত।