বাংলা হান্ট ডেস্কঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে রবিবার ফের একবার বিধ্বস্ত হয়েছে টিম ইন্ডিয়া। পাকিস্তানের বিরুদ্ধে লজ্জাজনক হারের পর সমর্থকরা আশা করেছিলেন হয়তোবা এই ম্যাচে ঘুরে দাঁড়াবে বিরাট বাহিনী। কিন্তু প্রত্যাশার চাপেই কার্যত নাস্তানাবুদ হয়ে গেল ভারত। একের পর এক উইকেট নিউজিল্যান্ডকে উপহার দিয়ে গেলেন ভারতের রথী-মহারথীরা। টসে হারের পর প্রথম ব্যাট করতে নেমেই বড় চমক দিয়েছিল বিরাট শিবির। এদিন রোহিতের বদলে রাহুলের সঙ্গে ওপেনিং করতে পাঠানো হয় ঈশানকে।
শুরুতেই ব্যর্থ হন এই তরুণ প্রতিভা। চার রানের মাথায় বোল্টের বলে ছক্কা হাঁকাতে গিয়ে সরাসরি ড্যারেল মিচেলের হাতে ধরা পড়ে যান তিনি। ইনিংস সামলে পতন রোধ করতে পারেননি কে এল রাহুলও। ১৮ রানের মাথায় ফের ছক্কা হাঁকাতে গিয়ে সেই মিচেলকেই ক্যাচ দেন তিনিও। স্বাভাবিকভাবেই সহ-অধিনায়ক রোহিত শর্মা এবং অধিনায়ক কোহলির উপর অনেকখানি নির্ভর করছিল ভারতীয় দল। কিন্তু নিজের প্রথম বলে বড় জীবন দান পেয়েও রবিবার তা কাজে লাগাতে পারেননি রোহিত। একইভাবে বড় শটখেলতে গিয়ে ১৪ রানের মাথায় উইকেট উপহার দেন তিনি। এমনকি অধিনায়ক বিরাটকেও প্রচুর ডট বল খেলতে দেখা যায়, যার ফলে চাপ কাটাতে গিয়ে ক্রস ব্যাটে বড় শট নিতে যান তিনি এবং খারাপ টাইমিংয়ের কারণে ধরা পড়ে যান বাউন্ডারির কয়েক গজ আগেই।
এই ব্যাটিং বিপর্যয় থেকে রবিবার ভারতকে বাঁচাতে পারেননি কেউই। পান্থ, হার্দিক, জাদেজা প্রত্যেকেই এদিন চূড়ান্ত ব্যর্থ হন। যার ফলে মাত্র ১১০ রানেই শেষ হয়ে যায় ভারতীয় ইনিংস। এই রান নিয়ে লড়াই চালিয়ে যাওয়া স্বাভাবিক ভাবেই ছিল অসম্ভব। ৩৩ বল বাকি থাকতেই এদিন দুই উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় নিউজিল্যান্ড। ভারতের এই শোচনীয় হারের পর রীতিমতো ক্ষুব্ধ ভারতীয় সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় মেন্টর ধোনিকে নিয়েও প্রশ্ন করতে শুরু করেছেন নেটিজেনরা।
https://twitter.com/ik_raj_phoenix/status/1454834297777508358?t=vezJKtIDu20QfIDonNlmig&s=19
#INDvsNZ
Mentor DHoni fail 100%
And about Virat Kohli I don't have single word for Him
Jus I can say He is "Panauti " pic.twitter.com/sMisJuNEAM— Dr.Sandy (@Dr_SOM12) October 31, 2021
https://twitter.com/iamCAom/status/1454834377033064453?t=ZCZwGJzHpWz_kpiZh5G_dQ&s=19
তাদের মতে, এভাবেই যদি বিপর্যয় ঘটবে তাহলে মেন্টর হিসেবে ধোনিকে নিয়ে এসে কি লাভ হল? আলাদা করে ভারতীয় দলকে কি পরামর্শ দিলেন ধোনি যে গ্রুপ লিগ থেকেই বাইরে বেরিয়ে যেতে হল টিম ইন্ডিয়াকে? একথা ঠিক যে ২০০৭ সালে ওয়ানডে বিশ্বকাপে গ্রুপ লিগ থেকে বাইরে বেরিয়ে যাওয়ার পর। আর কখনোই বিশ্বকাপের প্রথম পর্ব থেকে ছিটকে যায়নি ভারতীয় দল। আর এবার বিরাট বাহিনী শুরু করেছিল বিশ্বকাপের অন্যতম দাবিদার হিসেবেই সুতরাং তাদের এই পারফরম্যান্স সকলকে হতাশ করবে এতে আর আশ্চর্য কি।
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…