বাংলা হান্ট ডেস্কঃ মরু দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী পর্যায়ে যাওয়া আশা প্রায় শেষ হয়ে গিয়েছে কোহলি বাহিনীর। পাকিস্তানের পর নিউজিল্যান্ডের কাছে ম্যাচ হারার ফলে এই মুহূর্তে অন্যদলের হার-জিতের উপর নির্ভরশীল হয়ে থাকতে হবে ভারতীয় দলকে। অর্থাৎ নিউজিল্যান্ড যদি আফগানিস্তানে হাতে পরাজিত হয় এবং ভারত যদি আফগানিস্তান, স্কটল্যান্ড এবং নামিবিয়াকে পরাজিত করতে পারে তাহলে পরবর্তী পর্যায়ে যাবার ক্ষীণ আশার প্রদীপ জ্বালিয়ে রাখতে পারবে তারা। যদিও সেক্ষেত্রেও নেট রান রেটের উপর নির্ভর করবে পুরো বিষয়টি।
এই মুহূর্তে ভারতের নেট রানরেট কার্যতই সবথেকে খারাপ। গ্রুপ লীগে যে ১২ টি দল অংশগ্রহণ করেছে, তাদের মধ্যে নেট রান রেটের ভিত্তিতে এখন ১১ তম স্থানে রয়েছে ভারত। এই মুহূর্তে তাদের নেট রান রেট -১.৬০৯। অর্থাৎ আফগানিস্তান, স্কটল্যান্ড এবং নামিবিয়ার বিরুদ্ধে যদি বিশাল বড় ব্যবধানে জিততে না পারে ভারতীয় দল সেক্ষেত্রে কোন আশাই থাকবে না তাদের। এমতাবস্থায় সেমিফাইনালের দরজা খুলতে গেলে আগে অবশ্যই হারাতে হবে আফগানিস্তানকে। আগামী ৩ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামছে ভারতীয় দল।
অবশ্যই ফের একবার প্রথম একাদশই হবে বিরাট কোহলির বড় চিন্তার কারণ। চার বছর পর অবশেষে কাম ব্যাক করার সুযোগ পেলেও এখনও পর্যন্ত একটিও বড় মোকাবিলায় মাঠে নামার সুযোগ পাননি রবিচন্দ্রন অশ্বিন, অথচ একদিকে যেমন তার কাছে রয়েছে অভিজ্ঞতার ঝুলি তেমনি অন্যদিকে প্রস্তুতি ম্যাচেও যথেষ্ট ভালো ফর্মে ছিলেন তিনি। কিন্তু তার জায়গায় এই দুই ম্যাচেই সুযোগ দেওয়া হয়েছে তরুণ স্পিনার বরুণ চক্রবর্তীকে। পাকিস্তান ম্যাচে ৪ ওভারে ৩৫ রান খরচ করেছিলেন বরুণ, একইভাবে নিউজিল্যান্ড ম্যাচেও ৪ ওভারে ২৩ রান খরচ করে একটিও উইকেট তুলতে পারেননি তিনি। তাই অনেক বিশেষজ্ঞরাই ফের একবার তাকাতে চাইছেন অশ্বিনের দিকে।
বরুণ চক্রবর্তী সম্পর্কে কথা বলতে গিয়ে পাকিস্তানের প্রাক্তন ওপেনার সালমান বাট তো ঠাট্টা করে এও বলেছেন ওর মত বোলার আমাদের গলি মহল্লায় পাওয়া যায়। একথা ঠিক যে আইপিএলে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন বরুণ, কিন্তু আইপিএল এবং ইন্টারন্যাশনাল ম্যাচের চাপ সম্পূর্ণ আলাদা। অভিজ্ঞতা না থাকায় সেই চাপ কাটিয়ে উঠতে তার এখনও অনেকটাই সময় লাগবে এই মুহূর্তে দলের জন্য কার্যত বোঝা হয়ে উঠেছেন তিনি। অন্যদিকে তার জন্য নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন না রবিচন্দ্রন অশ্বিন। তাই অনেকের মতেই আফগানিস্তান ম্যাচে তাকে সুযোগ দিয়ে দেখতে পারেন কোহলি।