কালীপুজোর আগেই চুরি গেল ‘তারা মা’য়ের ২ লক্ষ টাকা! প্রতারণার ফাঁদে জিতু-নবনীতা

বাংলাহান্ট ডেস্ক: কালীপুজোর আগেই বড়সড় ক্ষতির মুখে পড়লেন জিতু কামাল (jeetu kamal) ও নবনীতা দাস (nabanita das)। প্রতারণার ফাঁদে পড়ে লক্ষাধিক টাকা চুরি গিয়েছে ‘মা তারা’র ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। নবনীতার স্বামী জিতুর অভিযোগ, থানায় অভিযোগ দায়ের করলেও কোনো পদক্ষেপ নেয়নি পুলিস। শুধু শুধু হয়রানির শিকার হতে হয়েছে তাঁদের।

আনন্দবাজার অনলাইন সূত্রে খবর, গত ৩০ অক্টোবর থেকে চুরির ঘটনা শুরু হয়েছে। ধাপে ধাপে এখনো পর্যন্ত মোট ২ লক্ষ ৭২ হাজার টাকা চুরি গিয়েছে নবনীতা ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। প্রথমে ৮ হাজার টাকা, তারপর কখনো ১৫ কখনো ২০ হাজার টাকা করে তুলে নেওয়া হয়েছে তাঁর অ্যাকাউন্ট থেকে। অথচ ক্রেডিট কার্ডের CVV নম্বর জানতে চেয়ে কোনো ফোন আসেনি। জিতু সন্দেহ করছেন, নবনীতার ইমেল আইডি হ‍্যাক করে এই কীর্তি ঘটিয়েছে প্রতারকরা।

IMG 20211102 123403
অভিনেতা আরো জানান, সোমবার তিনি নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন। প্রমাণও দেখিয়েছেন কীভাবে ধাপে ধাপে টাকা চুরি হয়ে যাচ্ছে। কিন্তু জিতুর ক্ষোভ, নবনীতার সঙ্গে কথা বলে সমস্ত বিষয়টা জেনেও কোনো পদক্ষেপ নেয়নি পুলিস। লালবাজার থেকে ফোন আসার পরে ঘটনাটা শুধুমাত্র লিখে রাখা হয়েছে।

এদিকে ফাঁপড়ে পড়েছেন জিতু নবনীতা। ব‍্যাঙ্ক থেকে তাঁদের বলা হয়েছে টাকাটা তাঁদেরকেই মেটাতে হবে। বাধ‍্য হয়ে রবিবার রাতে নবনীতার ক্রেডিট কার্ডটি ব্লক করে দিয়েছেন তিনি। সোশ‍্যাল মিডিয়াতেও এ বিষয়ে একটি তীর্যক পোস্ট করে ক্ষোভ উগরে দিয়েছেন জিতু।

পরোক্ষে রাজনৈতিক প্রসঙ্গ টেনে এনেও কটাক্ষ শানিয়েছেন অভিনেতা। লিখেছেন, ‘সাবধান, আইটি ফাইল ঠিক সময় জমা করবেন, জিএসটি এর ডেট যেন মিস না হয়.. যা যা ট্যাক্স আছে সব ঠিক করে,তাড়াতাড়ি জমা দিয়ে দেবেন.. নাহলে,দেশ চলবে কি করে? আপনার কোনো সমস্যা হলে? “দেখুন,কি আর করবেন” আর বলছি, ভোটের আজ কি রেজাল্ট হলো প্লিজ একটু জানাবেন..’

Niranjana Nag

সম্পর্কিত খবর