কখনো তো মসজিদে এসে শান্তি খোঁজেন না? কেদারনাথ মন্দিরে পুজো দিয়ে কটাক্ষের মুখে সারা আলি খান

বাংলাহান্ট ডেস্ক: মুসলিম ধর্মাবলম্বী হয়ে কেদারনাথ মন্দিরে পুজো দিয়ে মৌলবাদীদের আক্রমণের শিকার হলেন সারা আলি খান (sara ali khan)। কেউ পরামর্শ দিলেন ধর্ম বদলে ফেলতে কেউ আবার ধিক্কার দিলেন মুসলিম হয়ে হিন্দু দেবদেবীদের পুজো করার জন‍্য। কিছু নেটনাগরিক আবার দাবি করলেন, ভারতে থাকার জন‍্য বাধ‍্য হয়ে হিন্দু দেবদেবীদের পুজো করতে হচ্ছে সারাকে।

সম্প্রতি কেদারনাথ দর্শনে গিয়েছিলেন সারা। সঙ্গী হয়েছিলেন শ্রীদেবী ও বনি কাপুর কন‍্যা অভিনেত্রী জাহ্নবী কাপুরও। দুই বান্ধবী মিলে চষে বেরিয়েছেন কেদারনাথ বদ্রিনাথ। এখান থেকেই অভিনেত্রী হিসেবে সফর শুরু সারার। তাঁর প্রথম ছবি ছিল ‘কেদারনাথ’। বিপরীতে ছিলেন প্রয়াত সুশান্ত সিং রাজপুত। সারার কাছে এটা শুধুই তীর্থক্ষেত্র নয়, অনেক স্মৃতি জড়িয়ে জড়িয়ে রয়েছে এই স্থানের সঙ্গে।

924742 3 sara sushant break up

নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে কেদারনাথ দর্শনের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন সারা। সঙ্গে একটি আবেগঘন ক‍্যাপশন। লিখেছেন, ‘যেখান থেকে সব শুরু হয়েছিল সেখানেই ফিরে এলাম’। কমেন্ট বক্সে উঁকি দিতেই চোখে পড়ল একের পর এক সমালোচনা, কটাক্ষ।

https://www.instagram.com/p/CVu29AUp9yc/?utm_medium=copy_link

IMG 20211102 165731IMG 20211102 165743
একজন লিখলেন, সারা মুসলিমদের নামে কলঙ্ক। আর একজন কটাক্ষ করে বললেন, কখনো মসজিদে এসেও প্রার্থনা করে শান্তি খুঁজুন। আবার কয়েকজন একধাপ এগিয়ে দাবি করেছেন, ভারতে থাকার জন‍্য হিন্দু দেবদেবীকে পুজো করার নাটক করছেন সারা। ঠিক যেমনটা শাহরুখ খানকেও করতে হয়।

IMG 20211102 165802PicsArt 11 02 04.59.18 scaled
এমন আক্রমণ নতুন নয় সারার কাছে। এর আগে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়েও বিতর্কের মুখে পড়েছিলেন সারা। কাশী বিশ্বনাথ মন্দিরের দীর্ঘদিনের ঐতিহ্য ও নিমানুবর্তিতাকে তোয়াক্কা না করেই সারাকে মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এমনটাই অভিযোগ করা হয়েছিল কাশী বিকাশ সমিতির তরফে। অসমে কামাখ‍্যা মন্দিরে পুজো দিয়েও সমালোচনার শিকার হয়েছিলেন সারা। তবে এই ধরনের নেতিবাচকতাকে কখনোই পাত্তা দেননি সারা। বরং বরাবর দুই ধর্মের প্রতিই শ্রদ্ধাশীল হতে দেখা গিয়েছে তাঁকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর