‘যা পাওয়ার তাই পেয়েছে, দেখব ২০২৪ সালে এই জনতা বিরোধী দল কত আসনে জেতে’, বিজেপিকে কটাক্ষ বাবুলের

বাংলাহান্ট ডেস্কঃ কেন্দ্রীয় মন্ত্রীত্ব খোয়ানোর পর দলের সঙ্গে বেড়েছিল দূরত্ব। অবশেষে বিজেপিকে ধাক্কা দিয়ে গেরুয়া শিবির ত্যাগ করে তৃণমূলে নাম লিখিয়েছিলেন বাবুল সুপ্রিয় (babul supriyo)। আর তারপর থেকেই একের পর এক সুযোগ খুঁজে আক্রমণ করতে থাকেন পদ্ম শিবিরকে। উপনির্বাচনের ফলাফল ঘোষণার পরও তার ব্যতিক্রম হল না।

স্যোশাল মিডিয়ায় পুরোন দলের প্রতি ক্ষোভ বর্ষণ করে তৃণমূলের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দেন বাবুল। বিজেপিকে কটাক্ষ করে লেখেন, ‘বিজেপির জন্য যে কর্মীরা নিজেদের প্রাণ নিবেদিত করেছিলেন, ঘাম ও রক্ত ঝড়িয়েছিলেন, তাঁদের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করছে, হেনস্থা করে, পিছন থেকে ছুরিও মেরেছে। এই দল আর মানুষের জন্য কতোটা ভালো করতে পারবে? এখন বিজেপির অনেক প্রবীণ নেতারাই এই দলের বিরোধী’।

পাশাপাশি তৃণমূলকে অভিনন্দন জানিয়ে বাবুল লেখেন, ‘উপনির্বাচনের দারুণ সাফল্যের জন্য শুভেচ্ছা জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে। যা পাওয়ার, তাই পেয়েছে বিজেপি। ২০২৪ সালে দেখব এই জনতা বিরোধী দলের অযোগ্য নেতারা, যারা অনুগত কর্মীদের সঙ্গে অভদ্র ব্যবহার করে, পিছন থেকে ছুরি মারে, তাঁরা ঠিক কত আসনে জিততে পারে!’

প্রসঙ্গত জানিয়ে রাখি, উপনির্বাচনে শান্তিপুরের তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী জয়ী হয়েছেন ৬৩,৮৯২ ভোটে। খড়দহে ৯৩ হাজার ৮৩২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। ১ লক্ষ ৪১ হাজারের বেশি ভোটের ব্যবধানে গোসাবায় জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল। দিনহাটায় ১ লক্ষ ৬৪ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ।


Smita Hari

সম্পর্কিত খবর