আজই বিরাট কোহলিদের জন্য খুলে যেতে পারে সেমি ফাইনালের রাস্তা, শুধু বদলাতে হবে এই সমীকরণ

বাংলা হান্ট ডেস্কঃ নিজেদের প্রথম দুটি ম্যাচে পরপর হারের ফলে এই মুহূর্তে বিশ্বকাপের পরবর্তী পর্যায়ে পৌঁছানোর আশা প্রায় শেষ হয়ে গিয়েছে ভারতের। যদিও ক্রিকেটে কখন কি হবে তা একেবারেই বলা যায় না আর অঙ্কের নিরিখে দেখতে হলে কোহলি বাহিনীর সুযোগ যে একেবারেই নেই তা নয়। যদিও তার জন্য একদিকে যেমন নিজেদের বাকি তিন ম্যাচ জিতে নিতে হবে ভারতীয় দলকে তেমনি তাদের নির্ভর করতে হবে অন্য দলের হারজিতের ওপর। আসুন দেখে নেওয়া যাক ভারতের জন্য ঠিক কতটা জটিল হতে চলেছে এই অঙ্ক।

ভারতের সেমিফাইনালে পা রাখতে বুধবার একদিকে যেমন নিজেদের ম্যাচ জিতে নিতে হবে ভারতকে তেমনি আশা করতে হবে ব্ড় সড় একটি অঘটন ঘটিয়ে দিক স্কটল্যান্ড। কারন বুধবার স্কটল্যান্ড যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দিতে পারে সেক্ষেত্রে অবশ্যই ভারতের আশা অনেকখানি উজ্জ্বল হয়ে যাবে কারন দুই দলই তাহলে নিজেদের দুটি করে ম্যাচে হার স্বীকার করতেভ বাধ্য হবে এবং দুই দলেরই সর্বোচ্চ পয়েন্ট শেষ পর্যন্ত দাঁড়াবে ৬। যদিও এক্ষেত্রে আফগানিস্তানও থাকবে ৬ পয়েন্টে এবং নেট রান রেট +৩ এর বেশি হবার কারনে সেমিতে যাওয়ার সবচেয়ে বেশি সুযোগ থাকবে তাদের কাছেই।

যদিও এক্ষেত্রে পরপর ভারত যদি বড় জয় তুলে নিতে পারে তাহলেই একমাত্র সেমি ফাইনালের পথ প্রশস্ত হতে পারে তাদের কারন এই মুহূর্তে তাদের নেট রান রেট যথেষ্ট হতাশাজনক। অন্যদিকে আফগানিস্তান যদি তাদের ম্যাচে নিওউজিল্যান্ডকে পরাস্ত করতে পারে সেক্ষেত্রেও সেমিতে পৌঁছানোর ক্ষীণ আশা বজায় থাকবে ভারতের। তবে সকলেই এরকবাক্যে স্বীকার করে নেবেন যে এ শুধুই সম্ভবনার কথা।

IMG 20211031 160450
কারণ ভারতকে হারানোর পর এই মুহূর্তে যে ফর্মে রয়েছে উইলিয়ামসন ব্রিগেড , সেখানে স্কটল্যান্ডের মত দুধের শিশুদের পক্ষে তাদের হারানো প্রায় অসম্ভব বললেই চলে। তবে এবারের বিশ্বকাপ ভারতের জন্য শুরু থেকেই ছিল অঘটনের বিশ্বকাপ, তাই একবার একটি অঘটন যদি এবার বিরাট বাহিনীর পকশে যায় তাতে খুব একটা হয়ত অখুশি হবেন না কেউই।

 

Abhirup Das

সম্পর্কিত খবর