IPL-র দুরন্ত খেলা এই দুজন সুযোগ পায়নি ভারতীয় দলে, কোহলিদের লাগাতার হারের পর অভাব বোঝা যাচ্ছে

বাংলা হান্ট ডেস্কঃ নিজেদের প্রথম দুই ম্যাচে জঘন্য ভাবে হার হয়েছে টিম ইন্ডিয়ার। যার জেরে এই মুহূর্তে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনাও রয়েছে বিরাট বাহিনীর সামনে। পাকিস্তান এবং নিউজিল্যান্ড দুই ম্যাচেই ভারতের ব্যাটিং বোলিং একেবারেই কাজের কাজ করে উঠতে পারেনি। বিশেষত দুই ম্যাচেই ব্যর্থ হয়েছে ভারতের স্পিন বিভাগ এবং ওপেনিং জুটি। এমতাবস্থায় অনেকেই আইপিএলের দুর্দান্ত ফর্মে থাকা খেলোয়াড়দের ফের একবার মিস করতে শুরু করেছেন। যারা এই মুহূর্তে ভারতীয় দলে সুযোগ করে নিতে পারেননি।

Shikhar Dhawan vs ENG

শিখর ধাওয়ানঃ

কে এল রাহুল এবং রোহিত শর্মা জুটির দিকে নজর দিতে গিয়ে এবার নির্বাচকরা একেবারেই উপেক্ষা করে গিয়েছিলেন শিখর ধাওয়ানকে। একথা ঠিক যে ভারতের বিশেষ কয়েকটি ম্যাচে তেমন ফর্মেও ছিলেন না ধাওয়ান। কিন্তু আইপিএলে রীতিমতো গর্জে উঠেছিল তার ব্যাট। তাছাড়া শিখরকে বলা হয় মিস্টার আইসিসি। অর্থাৎ আইসিসির যেকোনও প্রতিযোগিতাতেই বড় রান করতে দক্ষ শিখর। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ৩৬৩ রান করেছিলেন ধাওয়ান। ২০১৫ বিশ্বকাপেও ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। সংগ্রহ করেছিলেন ৪১২ রান। রোহিত রাহুলের ওপেনিং জুটি ফ্লপ হওয়ার পর তাকে অবশ্যই মিস করতে শুরু করেছেন ফ্যানেরা।

chahal05032019

যুজবেন্দ্র চাহালঃ

আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকার সত্বেও চাহালের জায়গায় রহুল চাহারকে সুযোগ দিয়েছিলেন ভারতীয় নির্বাচকরা। তাদের দাবি ছিল, যুজবেন্দ্র চাহালের তুলনায় গতি কিছুটা বেশি রাহুলের। আর তাই ১৫ ম্যাচে ১৮ উইকেট পাওয়া সত্ত্বেও চাহালকে উপেক্ষা করে যান তারা। অন্যদিকে সেভাবে ভালো ফর্ম দেখাতে পারেননি রহুল চাহার। তাই তাকে এখনও থাকতে হচ্ছে দলের বাইরেই। দেশ-বিদেশের লেগস্পিনাররা যখন একের পর এক উইকেট শিকার করেছেন তখন অবশ্যই চাহালের অভাব বোধ করছে ভারতীয় দল।

বিশেষত চাহাল একজন অ্যাটাকিং বোলার। তাই অন্তত পাকিস্তানের বিরুদ্ধে তিনি থাকলে জাদেজাকে ততখানি একা পড়তে হতো না বলেই মত বিশেষজ্ঞদের। এখন যদি আজ আফগানিস্তানের বিরুদ্ধে কোন বড় অঘটন ঘটে যায় সেক্ষেত্রে সেমিফাইনালে পৌঁছানোর সুযোগ থাকবেনা ভারতীয় দলের।

 

Abhirup Das

সম্পর্কিত খবর