হার্দিক পান্ডিয়ার কেরিয়ার শেষ করবে এই প্লেয়ার, বিশ্বকাপের পরই ঢুকছে ভারতীয় দলে

বাংলা হান্ট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার শুরুটা মোটেই ভালো হয়নি ভারতের। পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে লাগাতার হারের জেরে এই মুহূর্তে বিশ্বকাপ থেকে ছিটকে যাবারও আশঙ্কা রয়েছে ভারতের। তবে বিশ্বকাপ শেষ হলেও ক্রিকেটীয় লড়াই জারি থাকবে ভারতের। কারণ আরব আমিরশাহী থেকে ফিরতে না ফিরতেই ফের নিউজিল্যান্ডের মুখোমুখি হতে হবে ভারতকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে একাধিক সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দিতে পারে বিসিসিআই।

রোহিত, কোহলি সহ একাধিক সিনিয়র খেলোয়াড় না থাকায় একদিকে যেমন অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন রাহুল, তেমনি অন্যদিকে বেশ কিছু তরুণ প্রতিভার ডানা মেলার সুযোগ মিলতে পারে এই সিরিজে। গত বেশ কয়েক মাস ধরেই হার্দিক পান্ডিয়ার খারাপ ফর্মের জেরে ভুগতে হচ্ছে ভারতকে। একদিকে যেমন বল হাতে তেমন বড় যোগদান রাখতে পারছেন না তিনি, তেমনি ব্যাট হাতেও অস্ট্রেলিয়া সিরিজের পর একেবারেই ব্যার্থ হচ্ছেন তিনি। কিন্তু তার জায়গায় এখনও কোন খেলোয়াড় সেভাবে তৈরি নেই ভারতীয় শিবিরে। আর সেই কারনে বোঝার মতই তাকে বইতে হচ্ছে মেন ইন ব্লুকে।

তবে এবার তার জায়গায় নতুন এক খেলোয়াড়কে গ্রুম করতে পারে ভারতীয় শিবির। এবারের আইপিএলে কেকেআর-এর হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন ভেঙ্কটেশ আইয়ার। আইপিএলের দ্বিতীয় পর্বে মাঠে নেমেই চারটি হাফ সেঞ্চুরি সহ মোট ৩৭০ রান সংগ্রহ করেছিলেন তিনি। শুধু ব্যাট হাতে নয় বল হাতেও এবার তার প্রদর্শন ছিল যথেষ্ট ভালো। আর সেই কারণেই ২৭ বছর বয়সী এই অলরাউন্ডারকে হার্দিক পান্ডিয়ার জায়গায় এনে তাকে তৈরি হবার সুযোগ দিতে পারে ভারতীয় দল।

IMG 20210930 114139

জানিয়ে রাখি এই সফরে ভারতের সঙ্গে ৩ টি টি টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলবে নিউজিল্যান্ড। শুধু অলরাউন্ডার হিসেবে ভেঙ্কটেশ নয়, বেশ কিছু তরুণ বোলারকেও সুযোগ দিতে পারে ভারতীয় দল। এদের মধ্যে একদিকে যেমন রয়েছে অর্শদীপ সিং, তেমনই নাম উঠে আসছে হর্শল প্যাটেলদেরও। বিশ্বকাপের পর এই প্রথম রাহুলের নেতৃত্বে মাঠে নামবে ভারতীয় দল। এখন এই সিরিজে ভারতের তরুণ বাহিনী নিউজিল্যান্ডকে কতখানি টক্কর দিতে পারে সেদিকেই নজর থাকবে সকলের।

 

Abhirup Das

সম্পর্কিত খবর