বাংলাহান্ট ডেস্ক: ঘুরতে গিয়েও কাজ ভোলেন না দেব (dev)। রাজনৈতিক কাজ সামলে দূর্গাপুজোয় দু দুটি ছবি উপহার দিয়েছেন তিনি দর্শকদের। একটি প্রযোজনা করেছেন, অন্যটিতে নিজেই অভিনয় করেছেন। দুটোই সুপারহিট। সাফল্য উদযাপন করতে আইসল্যান্ডে পাড়ি দিয়েছেন দেব। সেখান থেকেই এবার নতুন ছবির ঘোষনা সারলেন তিনি।
কথা দিয়েছিলেন আগেই। কালীপুজোর দিন বড়সড় সারপ্রাইজ দেবেন তিনি অনুরাগীদের। ভ্যাকেশনের মাঝেই প্রতিজ্ঞা পূরণ করলেন দেব। নিয়ে এলেন তাঁর আগামী ছবির প্রথম পোস্টার। এ বছর পুজোয় নগেন্দ্রনাথ সর্বাধিকারী রূপে দেবকে দেখেছে দর্শকরা। এবার তিনি সাজবেন রঘু ডাকাত।
পোস্টারে দেখা যাচ্ছে কালো ধুতি পরে পেশিবহুল খালি গায়ে, ঝাঁকড়া চুলে লাল ফেট্টি বেঁধে দাঁড়িয়ে এক ব্যক্তি। এক হাতে জ্বলন্ত মশাল, অন্য হাতে উদ্যত খড়গ। দেবের ছবিতে এভাবেই দেখা মিলবে রঘু ডাকাতের। সেই রঘু ডাকাত একসময় যার নামে বাঘে গরুতে একঘাটে জল খেত। ইংরেজদের ত্রাস ছিলেন রঘু ডাকাত।
বাংলার লোককথা অনুযায়ী, ধনীর ধন লুঠ করে দরিদ্রদের মধ্যে বিলিয়ে দিতেন রঘু ডাকাত। বাংলার খাস রবিনহুড বলা যায় তাঁকে। হুগলি জেলার মগরায় বাসুদেবপুর গ্রামে ছিল তাঁর ডেরা। রঘু ডাকাতের পূজিত কালীমূর্তি পরিচিত ডাকাতে কালী ওরফে রঘু ডাকাতের কালী নামে। এখনো রয়েছে সেই কালীমূর্তি, পুজো দেন ভক্তরা।
https://www.instagram.com/p/CV1stQTP5tk/?utm_medium=copy_link
শোনা যায়, ইংরেজদের বিরুদ্ধে নীল বিদ্রোহে শামিল হয়েছিলেন রঘু ডাকাত। নিজের ছবির পোস্টারে সেকথা উল্লেখ করে দেব লিখেছেন, ‘আজ এই নিশি অমাবস্যায় শক্তি আরাধনার এই পুণ্য লগ্নে এক অজানা কাহিনীর উন্মোচন – নীল বিদ্রোহে সামিল হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা রঘু ডাকাত’।
ছবির পরিচালনায় রয়েছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। এর আগে গোলন্দাজ ছবিরও পরিচালনা করেছিলেন তিনি। পরিচালক জানান, বাংলায় এমন অনেক গল্প রয়েছে যা থেকে খুব ভাল ছবি তৈরি হতে পারে। সেই প্রচেষ্টাই করছেন তিনি। রঘু ডাকাতকে নিয়ে ছবিতে একেবারে ভিন্ন লুকে দেখা যাবে দেবকে। দেবের প্রযোজনা সংস্থা ও এসভিএফের মিলিত প্রযোজনায় তৈরি হচ্ছে ছবি। আগামী বছর থেকেই ছবির শুটিং শুরু হয়ে যাবে বলে খবর।