বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার স্কটল্যান্ডের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ রয়েছে বিরাট বাহিনীর। কারণ এই ম্যাচে জিততে পারলে তবেই সেমির ক্ষীণ আশা বজায় থাকবে ভারতের। যদিও পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের ফলে এই মুহূর্তে যথেষ্ট পিছিয়ে রয়েছে তারা। এমনকি আফগানিস্তান যদি নিউজিল্যান্ডকে হারাতে না পারে তাহলে কোনভাবেই সেমিফাইনালে পৌঁছানো হবে না বিরাট ব্রিগেডের। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তান জয়লাভ করলেও ভারতকে অবশ্যই হারাতে হবে স্কটল্যান্ড এবং নামিবিয়াকে এবং তাও বেশ বড় ব্যবধানে।
আফগানিস্তান এবং নামিবিয়ার বিরুদ্ধে যদি মোট ১২০ রানে জয় লাভ করতে পারে ভারতীয় নয় একমাত্র সেক্ষেত্রেই আফগানিস্তানকে টেক্কা দেওয়ার সুযোগ থাকবে তাদের সামনে। তবে তার জন্য খুবই দরকার আজকের জয়। আসুন দেখে নেওয়া যাক শুক্রবার কেমন থাকবে দুবাইয়ের আবহাওয়া। Accuweather এর মতে, আজ সন্ধ্যায় দুবাইয়ের আবহাওয়া খুবই মনোরম হবে। তাপমাত্রা ২৯ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। অর্থাৎ আবহাওয়া ক্রিকেটের উপযোগী। একই সময় ঘণ্টায় ৬ কিলোমিটার বেগে দক্ষিণ থেকে পূর্ব দিকে বাতাস বইবে এবং আর্দ্রতা ৬৪ শতাংশ হতে পারে।
তবে বৃষ্টির কোন সম্ভাবনা না থাকলেও আবহাওয়াবিদদের মতে সন্ধ্যে থেকেই শিশির পতনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে আরব আমিরশাহীতে। আর তাই স্কটল্যান্ডের বিরুদ্ধেও শীতের হাত থেকে যুঝতে হবে বিরাট বাহিনীকে। অর্থাৎ আজও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে টস। টসে যে দল জয়লাভ করবে তারা উইকেটের বেশি ফায়দা তুলতে পারবে বলেই মত বিশেষজ্ঞদের। অন্যদিকে বিরাটের জন্য একটি খারাপ খবর হল এখনও পর্যন্ত বিশ্বকাপে একটি টসও জিততে পারেননি তিনি। আজও যদি বিরাটের টসে হার হয়, সেক্ষেত্রে পরবর্তী পর্যায়ে যথেষ্ট সমস্যায় পড়তে হতে পারে ভারতীয় বোলারদের।
একথা ঠিক স্কটল্যান্ড কোন বড় দল নয় তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও যথেষ্ট ভাল লড়াই দিয়েছিল তারা, মাত্র ১৬ রানে। বিশেষত প্রথমেই যেভাবে পরপর উইকেট তুলে নিয়ে তারা বড় ধাক্কা দিয়েছিল কিউই শিবিরকে, তা অবশ্যই মাথায় রাখতে হবে বিরাট বাহিনীকে। টি-টোয়েন্টি ক্রিকেটে যে কোন দল যেকোনো বড় দলকেও সমস্যায় ফেলতে পারে। তাই শুরু থেকে কিছুটা সাবধানে ব্যাটিং করতে হবে কোহলি বাহিনীকে।
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…