বাংলা হান্ট ডেস্কঃ মরু দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেই একদিকে যেমন ভারতীয় দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন রাহুল দ্রাবিড়, তেমনি অন্যদিকে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট কোহলিও। আর তাই বিসিসিআইকে এখন বেছে নিতে হবে দলের নতুন অধিনায়ক। এক্ষেত্রে অবশ্য শুরু থেকেই নাম সামনে আসছে হিটম্যান রোহিত শর্মার। আইপিএলে রোহিতের অনবদ্য সাফল্য তালিকার বাকি দাবিদারদের তুলনায় তাকে অনেকটাই এগিয়ে রেখেছে।
ইতিমধ্যেই এ নিয়ে মুখ খুলেছেন ভারতের নতুন কোচ হিসেবে নিযুক্ত হওয়া রাহুল দ্রাবিড়ও। কোচ পদের ইন্টারভিউতে এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে অভিজ্ঞতার নিরিখে রোহিত শর্মার নামই বেছে নিয়েছেন তিনি। যদিও তিনি এও জানিয়েছেন এ ক্ষেত্রে তার দ্বিতীয় পছন্দ কে এল রাহুল। এই তরুণ খেলোয়াড় ভারতের হয়ে দুরন্ত পারফর্ম করছেন এই সময়। আর সেই কারণেই পান্থ, আইয়ারদের থেকে তিনি অনেকটাই এগিয়ে রয়েছেন।
এবার ভারতের নতুন অধিনায়ক সম্পর্কে মুখ খুললেন বীরেন্দ্র সেওয়াগও। তিনি পরিষ্কার জানিয়েছেন এই মুহূর্তে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দাবিদার রয়েছেন অনেকেই। তবে তার মতে রোহিত অনেকটাই এগিয়ে। কার্যত টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে ১৭ নভেম্বর এ নিয়ে ফয়সালা হয়ে যেতে পারে। তবে বিশেষজ্ঞদের মতে এখনই অনভিজ্ঞ কে এল রাহুলের হাতে দলের দায়িত্ব ছাড়তে চাইবে না বিসিসিআই। বরং সহ-অধিনায়ক হিসেবে তাকে গ্রুম করা হতে পারে।
বীরু তার ফেসবুক শো veerugiri.com-এ বলেন যে তিনি মনে করেন অধিনায়কত্বের জন্য অনেক প্রার্থী আছে, কিন্তু রোহিতই সেরা প্রার্থী। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হিসেবে ভালো করেছেন তিনি। পাঁচবার আইপিএল ট্রফি জিতেছেন তিনি। তাই তাঁর মতে, টিম ইন্ডিয়ার পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক হওয়া উচিত রোহিত শর্মাই।