স্বামীর পাশে দাঁড়ালেন স্ত্রী, জন্মদিনে বিরাটকে আদুরে বার্তা অনুষ্কার

বাংলাহান্ট ডেস্ক: গোটা দেশ যখন বিরুদ্ধে তখন একে অপরের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছেন বিরাট কোহলি (virat kohli) অনুষ্কা শর্মা (anushka sharma)। বিরাটের খারাপ পারফরম‍্যান্সের জন‍্য অতীতে একাধিক বার দায়ী করা হয়েছে বলিউড অভিনেত্রীকে। গর্জে উঠেছিলেন অভিনেতা। এবারে যখন নেটদুনিয়ার রোষের মুখে পড়েছেন বিরাট তখন পাশে দাঁড়ালেন অনুষ্কা।

আজ বিরাটের জন্মদিন। ৩৩ এ পা দিলেন তিনি। স্বামীর সঙ্গে আদুরে ছবি শেয়ার করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অনুষ্কা। এ বছরে দীপাবলীর পরের দিন জন্মদিন পড়েছে বিরাটের। দীপাবলীর সাজেই দেখা মিলল দুজনের। হলুদ সালোয়ার কামিজে সেজেছিলেন অভিনেত্রী। সাদা চিকনকারি কাজের কুর্তায় বিরাট। স্ত্রীকে জড়িয়ে ধরে হাসিমুখে লেন্সবন্দি হয়েছেন তিনি।

anushka sharma talks about not engaging kid in social media main
ক‍্যাপশনে স্বামীর জন‍্য বড়সড় একটি বার্তা দিয়েছেন অনুষ্কা‌। তিনি লিখেছেন, ‘কোনো ফিল্টারের প্রয়োজন নেই, এই ছবিটির জন‍্য বা যেভাবে তুমি জীবনযাপন কর। তোমার মন সততায় ভরা আর শক্তি লোহার তৈরি। সাহস দিয়ে সমস্ত বাধা অতিক্রম করতে পারো। তোমার মতো কেউ নেই যে অন্ধকার সময় থেকে নিজেকে তুলে আনতে পারে।’

অনুষ্কা আরো লিখেছেন, তুমি নির্ভীক আর কোনোকিছুকে আঁকড়ে থাকো না, যে কারণে তোমার বৃদ্ধি এত তাড়াতাড়ি। আমি জানি আমরা সোশ‍্যাল মিডিয়ার মাধ‍্যমে একে অপরের সঙ্গে কথা বলি না, কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় চিৎকার করে সবাইকে বলি কতটা ভাল একজন মানুষ তুমি। যারা তোমাকে সত‍্যি সত‍্যি চেনে তারা সত‍্যিই ভাগ‍্যবান। সবকিছু আরো সুন্দর, উজ্জ্বল করে তোলার জন‍্য ধন‍্যবাদ। ওহ, আর শুভ জন্মদিন!’

https://www.instagram.com/p/CV4iyW_JcnS/?utm_medium=copy_link

কমেন্টেই উত্তর দিয়েছেন বিরাট। পালটা স্ত্রীকে নিজের শক্তি বলে তিনি ঈশ্বরকে ধন‍্যবাদ দিয়েছেন তাঁদের এক করে দেওয়ার জন‍্য। অনুষ্কার পোস্টের কমেন্ট বাক্সে ভালবাসা জানিয়েছেন সুনীল শেট্টি, জোয়া আখতার, জ‍্যাকলিন ফার্নান্ডেজ, দিয়া মির্জা, ক‍্যাটরিনা কাইফ, ধনশ্রী বর্মা চাহালরা।

IMG 20211105 172650
সম্প্রতি নেটনাগরিকদের একাংশের কদর্য আক্রমণের শিকার হতে হয়েছিল বিরাট অনুষ্কাকে। মহম্মদ শামিকে সমর্থনের জন‍্য সোশ‍্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি পেয়েছে বিরুষ্কার একরত্তি শিশুও। কুরুচিকর ভাষায় আক্রমণ করা হয়েছে বিরুষ্কার মেয়েকে।

anushka virat 7593
ঘটনার প্রতিবাদে সরব হয়েছে শুভবুদ্ধিসম্পন্নরা। দিল্লি মহিলা কমিশনও গোটা ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। দিল্লি মহিলা কমিশনের চেয়ার পার্সন স্বাতী মালিওয়াল দিল্লি পুলিসের কাছে আবেদন করেছেন অভিযুক্তদের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব ব‍্যবস্থা নিতে। এই মর্মে দিল্লি পুলিসের উদ্দেশে নোটিসও জারি করা হয়েছে।

Niranjana Nag

সম্পর্কিত খবর