বিশ্বকাপে দলের খারাপ পার্ফমেন্সে হতাশ এই ক্রিকেটার, আচমকাই নিলেন ক্রিকেট থেকে সন্ন্যাস

বাংলা হান্ট ডেস্কঃ এবারের বিশ্বকাপ একেবারেই ভালো যায়নি গতবারের টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের। কার্যত এবারের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছে মাইটি ক্যারিবিয়ানরা। এমনকি গত ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০ রানে পরাজয়ের সম্মুখীন হয় ওয়েস্ট ইন্ডিজ। এই হার মারাত্মক আঘাত হেনেছে ক্যারিবিয়ান তারকা ডোয়াইন ব্রাভোর মনে। সেই কারণে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন এই অলরাউন্ডার।

জানিয়ে রাখি এর আগেও একবার ২০১৯ সালে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছিলেন এই কিংবদন্তি। কিন্তু একুশের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের একবার ক্যারিবিয়ান জার্সিতে ফিরে আসতে দেখা যায় তাকে। তবে এবার শুরু থেকেই সফর ভালো যায়নি ওয়েস্ট ইন্ডিজের। তার এই সিদ্ধান্ত নিয়ে ব্রাভো বলেন, ‘আমার মনে হয় সময় এসেছে। আমার ক্যারিয়ার খুব ভালো হয়েছে। ১৮ বছর ধরে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করার জন্য অনেক উত্থান-পতন হয়েছে, কিন্তু যখন আমি পিছনে ফিরে তাকাই, আমি খুব কৃতজ্ঞ যে এতদিন ধরে সেই মাঠ এবং ক্যারিবিয়ানদের প্রতিনিধিত্ব করতে পেরেছি।”

তিনি আরো বলেন, ‘তিনটি আইসিসি শিরোপা জিতে আমি খুবই গর্বিত। এর মধ্যে দুটি আমি সেই অধিনায়কের (ড্যারেন স্যামি) নেতৃত্বে জিতেছি যিনি এখন আমার বামদিকে দাঁড়িয়ে। আমি গর্বিত যে আমরা এমন এক যুগের ক্রিকেটারদের অংশ ছিলাম যারা বিশ্বমঞ্চে নিজেদের নাম তৈরি করতে পেরেছিল।”ডোয়াইন ব্রাভো এমন একজন ক্রিকেটার সাতটি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন। এরমধ্যে ২০১২ এবং ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছিলেন তিনি।

https://twitter.com/T20WorldCup/status/1456517209082273792?t=pd-_GQD_8hKcsd37l3krUw&s=19

ব্রাভোর ক্যারিয়ার শুরু হয় ২০০৪ সালে, তারপর থেকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলা ৪০ টি টেস্টে যেমন ২২০০ রান এবং ৮৬ টি উইকেট সংগ্রহ করেছিলেন তিনি, তেমনই আবার সীমিত ওভারের ক্রিকেটেও তিনি ছিলেন একজন কিংবদন্তি। দেশের হয়ে মোট ১৬৪ টি ওয়ানডে খেলেছেন এই অলরাউন্ডার, সংগ্রহ করেছেন ১৯৯ টি উইকেট এবং ২৯৬৮ রান। তবে সবচেয়ে বড় যোগদান রয়েছে টি-টোয়েন্টি ক্রিকেটের ক্ষেত্রে। ৯০ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ১২৪৫ রানের সাথে সাথে ৭৮ টি উইকেটও দখল করেছিলেন তিনি।

 

Abhirup Das

সম্পর্কিত খবর