বাংলা হান্ট ডেস্কঃ এবারের বিশ্বকাপ ততখানি ভালো শুরু হয়নি ভারতের জন্য। নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিরুদ্ধে পরপর হারের জেরে এই মুহূর্তে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ারও যথেষ্ট সম্ভাবনা রয়েছে বিরাট বাহিনীর। স্বাভাবিকভাবেই লাগাতার প্রশ্ন উঠছে বিরাটের ক্যাপ্টেন্সি নিয়ে। যদিও টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব তিনি এই বিশ্বকাপের পরেই ছেড়ে দিচ্ছেন, কিন্তু একদিনের ম্যাচেও তার অধিনায়কত্ব ছেড়ে দেওয়া উচিত কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
তবে এবার কোহলির ক্যাপ্টেন্সি নিয়ে বড় বয়ান দিলেন দলের অন্যতম বর্ষিয়ান অফস্পিনার রবীচন্দ্রন অশ্বিন। সম্প্রতি স্টার স্পোর্টসকে দেওয়া এক ইন্টারভিউতে অশ্বিন জানিয়েছেন, মাঠে এবং মাঠের বাইরে কোহলির তেজস্বী শক্তিকে তিনি রীতিমতো ঈর্ষা করেন। অশ্বিন বলেন, “লাল বলের ফর্ম্যাটে বিরাট কোহলি একজন দুর্দান্ত অধিনায়ক। তার সাথে খেলার পর, আমি বলতে পারি যে সে তার হৃদয় থেকে খেলে।” তিনি বলেন, “কখনও কখনও, যখন আমি বিরাটকে দলকে নেতৃত্ব দিতে দেখি, আমি ভাবি সে এত শক্তি কোথা থেকে আনে। মাঠে এবং বাইরে বিরাটের তেজস্বী শক্তির স্তরকে আমি সত্যিই হিংসা করি।”
একথা ঠিক যে কোহলির হাতে এই মুহূর্তে কোন আইসিসি ট্রফি নেই। তাই সীমিত ওভারের ফর্ম্যাটে প্রশ্নের মুখে পড়েছে তার ক্যাপ্টেন্সি। এমনকি তার দল নির্বাচন নিয়েও খুশি হতে পারছেন না অনেকেই। তবে রবীচন্দ্রন অশ্বিনের মত বর্ষিয়ান ক্রিকেটার যখন এভাবে দরাজ প্রশংসা করেন তার মূল্য অবশ্যই অনেকটা বেশি। যদিও গত দুই ম্যাচে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিরুদ্ধে অশ্বিনকে বাইরে বসিয়ে রাখা নিয়েও প্রশ্ন উঠেছে।
https://twitter.com/StarSportsIndia/status/1456502446943977478?t=ZLPx2IK63Ps_Hzpfi6qcig&s=19
একথা ঠিক যে কোহলি কোন আইসিসি ট্রফি জিততে পারেনি। কিন্তু টেস্ট ক্রিকেটের নিরিখে দেখতে গেলে কোহলির কাছে রয়েছে বেশ বড় বড় কিছু অ্যাচিভমেন্ট। তার নেতৃত্বে টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়াকে পরাস্ত করেছে ভারতীয় দল। এমনকি ইংল্যান্ডকে ইংল্যান্ডে হারানোরও রেকর্ড রয়েছে কোহলির নামে। যদিও সম্পূর্ণ সিরিজ খেলা হয়নি তবু ভারত যেভাবে এগিয়ে রয়েছে, তাতে কোহলির যে বড় ভূমিকা রয়েছে তা মানতেই হয়।