চরম খুশির খবর দিল ন্যামিবিয়া, স্কটিশদের বধের আগেই সেমিতে যাওয়ার সুযোগ বাড়ল ভারতের

বাংলা হান্ট ডেস্কঃ একদিকে যখন দুবাইতে স্কটল্যান্ডের বিরুদ্ধে সম্মুখ সমরে লড়ছে টিম ইন্ডিয়া, তখনই অন্যদিকে একটি বড় সুখবর রয়েছে তাদের জন্য। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। স্বাভাবিকভাবেই নামিবিয়াকে এই ম্যাচে ৫২ রানে পরাজিত করেছে তারা। কিন্তু নামিবিয়ার বিরুদ্ধে বড় জয় না পাওয়ায় এই মুহূর্তে নেটরানরেটে আফগানিস্তানের তুলনায় পিছিয়েই রইল নিউজিল্যান্ড।

এদিন প্রথমে ব্যাট করে নামিবিয়ার সামনে ১৬৪ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল নিউজিল্যান্ড। যদিও মাত্র ৮৭ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল তারা। তবে এর পর ফিলিপসের ৩৯ এবং জিমি নিশামের ৩৫ রানের ইনিংসের সৌজন্যে ১৬৩ রানের লড়াকু স্কোর খাড়া করে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে অবশ্য প্রথম থেকেই ভেঙে পড়েছিল নামিবিয়া। শেষ পর্যন্ত মাত্র ১১২ রানেই শেষ হয়ে যায় তাদের লড়াই। তবে নেট রানরেটে আফগানিস্তানের তুলনায় এগিয়ে থাকতে হলে এদিন নিউজিল্যান্ডকে ৯৪ রানের ভিতরেই রুখে দিতে হতো নামিবিয়াকে। কিন্তু তা তারা করতে পারেনি।

যার জেরে এই মুহূর্তে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকলেও তাদের নেট রান রেট +১.২৭৭। তৃতীয় স্থানে থাকা আফগানিস্তানের নেট রান রেট +১.৪৮১। অর্থাৎ ৭ নভেম্বর কোনভাবে যদি আফগানিস্তান নিউজিল্যান্ডকে হারাতে পারে, সেক্ষেত্রে ভারতের জন্যও রাস্তা খুলে যেতে পারে সেমিফাইনালের। তাদের শুধু নেট রানরেটে টপকে যেতে হবে আফগান শিবিরকে। শুক্রবারের পর ভারতের পরবর্তী ম্যাচ রয়েছে নামিবিয়ার সঙ্গে। এই ম্যাচের আগেই নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আফগানিস্তান।

https://twitter.com/ICC/status/1456613330391601158?t=VbFCzvhj7r2_MQJ2VPLOKA&s=19

তাই সেই ম্যাচে আফগানিস্তান জিতলে ভারতের জন্য ইকুয়েশন ঠিক কি হতে চলেছে তা আগে থেকেই জানতে পারবে তারা। যদিও তার জন্য আজ বড় ব্যবধানে ম্যাচ জিতে নেওয়ার একান্ত জরুরী। জানিয়ে রাখি, এই মুহূর্তে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দল। ভারতের আমন্ত্রণে ব্যাট করতে নেমে মাত্র ৬০ রানেই ৫ উইকেট খুইয়ে ফেলেছে স্কটল্যান্ড।

 

Abhirup Das

সম্পর্কিত খবর