পেট্রোল-ডিজেলের পর ভোজ্য তেলের দাম নিয়েও স্বস্তির খবর, জানুন কতটা কমল

বাংলা হান্ট ডেস্কঃ দীপাবলি উপলক্ষে দেশের আমজনতাকে কয়েকদিন আগেই কিছুটা স্বস্তি দিয়েছে কেন্দ্রের মোদী সরকার। একদিকে যেমন পেট্রোলের লিটার প্রতি দাম কমানো হয়েছে ৫ টাকা তেমনি অন্যদিকে ডিজেলেও আবগারি শুল্ক ১০ টাকা কমানো হয়েছে। তবে শেষ কয়েক মাসে শুধু যে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বেড়েছে তাই নয়, একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ভোজ্যতেলের দামও। এবার এই ক্ষেত্রেও কিছুটা স্বস্তি পেল আমজনতা।

খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন বিভাগের সচিব সুধাংশু পান্ডে শুক্রবার বলেছেন যে ভোজ্য তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। পাম, চীনাবাদাম, সয়াবিন, সূর্যমুখী এবং সমস্ত প্রধান তেলের দামের ক্ষেত্রে ২০,১৮,১০ এবং ৭ টাকা পর্যন্ত মূল্য হ্রাস পেয়েছে। যদিও বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে এই পতনের পরিমাণ বিভিন্ন। তবে উৎসবের মরশুমে ভোজ্যতেলের দাম কমায় অবশ্যই কিছুটা সুরাহা হবে আমজনতার।

দিল্লির খুচরা বাজারে এই মুহূর্তে পাম তেলের দাম কমেছে প্রতিলিটারে ৬ টাকা, একইভাবে আলীগড়ে ১৮ টাকা, মেঘালয় ১০ টাকা এবং তামিলনাড়ুতে ৫ থেকে ৭ টাকা দাম কমেছে। দামের ক্ষেত্রে সুরাহা পাবেন পশ্চিমবঙ্গের রাজ্যবাসীও। শুধু পাম নয় দাম কমেছে নারকেল তেলেরও, এক্ষেত্রে দিল্লিতে লিটারপ্রতি ৭ টাকা, মেঘালয় এবং তামিলনাড়ুতে ১০ টাকা এবং একই সঙ্গে আলীগড়ে ৫ টাকা পতন লক্ষ্য করা গিয়েছে।

edible oils 418048 l Copy

দাম কমেছে সূর্যমুখী এবং সয়াবিন তেলেরও। সূর্যমুখী তেলের ক্ষেত্রে দিল্লিতে ১০ টাকা, ওড়িশায় ৫ টাকা এবং মেঘালয়ে ২০ টাকা দাম কমেছে। একইভাবে সোয়াবিন তেলে দিল্লিতে প্রতি লিটার ৭ টাকা, মধ্যপ্রদেশে ১০ টাকা, মেঘালয়ে এবং তামিলনাড়ুতে ১০ টাকা দাম কমেছে। ভোজ্যতেলের ক্ষেত্রে ১০ টাকা মত দাম কমেছে পশ্চিমবঙ্গেও।

 

Abhirup Das

সম্পর্কিত খবর