মাত্র ১০ হাজার টাকা দিয়ে সরকারের সঙ্গে শুরু করুন এই কাজ, প্রতিমাসে হবে মোটা ইনকাম

বাংলা হান্ট ডেস্কঃ বিশেষত করোনা কালে আর্থিক ক্ষেত্রে যে বড় ক্ষতি হয়েছে তার জেরে অনেকেই নতুন ধরণের কোন ব্যবসার খোঁজ করছেন। এমতাবস্থায় বাজারে যখন চাকরি বাকরি প্রায় নেই বললেই চলে, তখন এমন একটি ব্যবসা রয়েছে যা শুরু করলে মাসে ৫০০০০ টাকা অব্দি আয় করা কোন বড় সমস্যা হবেনা আপনার কাছে। আজ আপনাকে এমনই একটি ব্যবসার কথা বলব আমরা। শহর হোক বা গ্রাম গঞ্জ সমস্ত জায়গাতেই এ ব্যবসা করে দারুণ লাভ করতে পারবেন আপনি।

দিন যত যাচ্ছে ততই বেড়ে চলেছে যানবাহনের সংখ্যা। এখন একেবারে প্রত্যন্ত গ্রাম গঞ্জের যথেষ্ট পরিমাণে বেড়ে গিয়েছে দু চাকা এবং চারচাকা গাড়ির সংখ্যা। আর গাড়ি চালানোর জন্য লাইসেন্স, আরসি এবং বীমা যতখানি প্রয়োজন ঠিক ততটাই প্রয়োজন দূষণ শংসাপত্রও। এই মুহূর্তে তাই একটি দূষণ পরীক্ষা কেন্দ্রের ব্যবসা করলে তা কিন্তু ভীষণই লাভজনক হতে পারে আপনার জন্য। জানিয়ে রাখি, এক্ষেত্রে মাসে মাত্র ১০হাজার টাকা বিনিয়োগই আপনার জন্য যথেষ্ট। অথচ সঠিক জায়গায় এই দূষণ পরীক্ষা কেন্দ্র খুলতে পারলে মাসে ৫০ হাজার টাকা আয় করাও কোন বড় বিষয় নয়।

দূষণ পরীক্ষা কেন্দ্র খোলার জন্য, প্রথমে আঞ্চলিক পরিবহন আধিকারিক (আরটিও) এর কাছ থেকে একটি লাইসেন্স নিতে হবে আপনাকে। এর জন্য নিকটস্থ আরটিওতে সরাসরি আবেদন করতে পারবেন আপনি। জানিয়ে রাখি ১০ টাকার স্ট্যাম্প পেপারে একটি হলফনামাও জমা করতে হবে আপনাকে। এছাড়া অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, মোটর মেকানিক্স, অটো মেকানিক্স, স্কুটার মেকানিক্স, ডিজেল মেকানিক্স বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) থেকে একটি শংসাপত্র প্রয়োজন পড়বে আপনার। আর দরকার একটি কম্পিউটার, ইউএসবি ওয়েবক্যাম, ইঙ্কজেট প্রিন্টার, পাওয়ার সাপ্লাই, ইন্টারনেট সংযোগ এবং একটি স্মোক অ্যানালাইজার।

images 2021 11 05T223903.335

প্রসঙ্গত উল্লেখ্য, দূষণ পরীক্ষাকেন্দ্র যে কেবিনে খোলা হবে তার রঙ অবশ্যই হলুদ হতে হবে। দূষণ পরীক্ষাকেন্দ্রে লিখতে হবে লাইসেন্স নম্বরও। এক্ষেত্রে অনেক রাজ্যে অনলাইন আবেদন করার সুবিধাও রয়েছে। জানিয়ে রাখি, সাধারণত কোন পেট্রোল পাম্প বা অটোমোবাইল ওয়ার্কশপের কাছাকাছি এই ধরনের দূষণ পরীক্ষা কেন্দ্র গুলি খোলা হয়ে থাকে। এক্ষেত্রে প্রতিদিন ১ থেকে ২ হাজার টাকা আয় করা বড় সমস্যা হবে না আপনার জন্য। অর্থাৎ মাসে প্রায় ৫০-৬০ হাজার টাকা অবধি আয় করতে পারবেন আপনি। প্রসঙ্গত উল্লেখ্য সরকার মোটরযান আইন তৈরি করার পর থেকেই দূষণ পরীক্ষা কেন্দ্রগুলির ব্যবসা আরও অনেক বেড়ে গিয়েছে।

 

Abhirup Das

সম্পর্কিত খবর