ভোটে লড়তে চায় জেহাদিরা, অনুমতিও দিয়ে দিল পাকিস্তানের ইমরান খান সরকার

বাংলাহান্ট ডেস্কঃ পাকিস্তানের (pakistan) নির্বাচনে লড়বে এবার জেহাদি সংগঠন ‘তেহরিক-ই-লাবাইক পাকিস্তান’ (TLP)। শান্তিচুক্তির নামে তাঁদের নির্বাচনে অংশ নেওয়ার জন্য অনুমতি দিল ইসলামাবাদ। এই সংগঠনকে জঙ্গি তকমা দিয়েছিল খোদ পাকিস্তান সরকারই। আর এখন দেশের নির্বাচনে তাদেরই অংশ নেওয়ায় সম্মতি দিল পাক সরকার।

জানা গিয়েছে, কিছুদিনের মধ্যেই কট্টরপন্থী ধর্মীয় সংগঠন টিএলপি-র প্রধান সাদ রাজভি-সহ গ্রেপ্তার করা হাজার দু’য়েক সদস্যকে মুক্তি দেবে পাক সরকার। অন্যদিকে ইতিমধ্যেই জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে রাজভি-সহ টিএলপি-র হাজারখানেক সদস্যকে। যার ফলে ভবিষ্যতে এই সংগঠন আরও শক্তিশালী হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

87500986

বিষয়টা হল, গত বছর স্কুলের পড়ুয়াদের হজরত মহম্মদের কার্টুন চিত্র দেখানো ফরাসি শিক্ষককে নৃংশসভাবে খুন করে এক মুসলিম জঙ্গি। আর এই ঘটনার নিন্দা করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইসলাম ধর্ম সম্পর্কে বিতর্কিতমূলক মন্তব্য করেছিলেন।

আর তারপর থেকেই বিভিন্ন মুসলিম সম্প্রদায়রা এই ঘটনার প্রতিবাদ করে ইমানুয়েল ম্যাক্রোঁকয়ে ক্ষমা চাওয়ার কথা বলে এবং সেইসঙ্গে ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে ফ্রান্সের পণ্য বয়কট করারও ডাক দিয়েছিল। সেই প্রতিবাদের আঁচ ছড়িয়ে পড়ে পাকিস্তানেও।

আর এই ঘটনার পরবর্তীতে, ফরাসি রাষ্ট্রদূতকে দেশ থেকে বের করে দেওয়ার দাবি করে পাকিস্তানে হিংসাত্মক প্রতিবাদ দেখাচ্ছে তেহরিক-ই-লাবাইক (TLP)। জানা গিয়েছে, বর্তমান সময়ে পাকিস্তানের নির্বাচনে অংশ নিয়ে নিজদের উপর থেকে জঙ্গি আখ্যা তুলে নেওয়ার দাবি জানিয়েছে এই জঙ্গি সংগঠন এবং এর পরিবর্ততে তাঁরা ফরাসি দূতের বহিষ্কার চাইবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছে।

Smita Hari

সম্পর্কিত খবর