বাংলা হান্ট ডেস্কঃ টি-২০ (Twenty20) বিশ্বকাপ শুরু হওয়ার আগে কেউ এটা ভাবেই নি যে, আফগানিস্তান (Afghanistan) আর নিউজিল্যান্ডের (New Zealand) ম্যাচ এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই ম্যাচে শুধু আফগানিরাই রশিদ খানদের সমর্থন করবে না, তাঁদের সঙ্গে যোগ দেবে কোটি কোটি ভারতীয় ফ্যানরা। আফগানিস্তানের প্রতিটা সিঙ্গেলে আনন্দিত হবে ভারতীয় সমর্থকরা। কারণ, আফগানিস্তান যদি কোনওমতে নিউজিল্যান্ডকে এই ম্যাচে হারিয়ে দেয়, তাহলে ভারতকে সেমিতে যাওয়ার জন্য আর কেউ আটকাতে পারবে না।
এখন প্রশ্ন উঠছে যে, এই ম্যাচে কে বেশি চাপে থাকবে? জবাব স্পষ্ট… নিউজিল্যান্ড ভারতকে হারানোর পর ভেবেছিল যে তাঁরা সহজেই সেমি ফাইনালে চলে যেতে পারবে। কিন্তু ভারত দুটি ম্যাচে পরপর বড় জয় হাসিল করে নিউজিল্যান্ডের চিন্তা বাড়িয়ে দিয়েছে। এখন ভারতের পয়েন্ট কম হলেও রানরেটে তাঁরা অনেকটাই এগিয়ে এমনকি তাঁরা কিউয়িদের থেকেও এগিয়ে। টিম ইন্ডিয়া এখন নিউজিল্যান্ডের উপরে চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছে।
আর আগামী ম্যাচে নিউজিল্যান্ডের সবথেকে বড় সমস্যা হল আফগানিস্তানের বিপদজনক স্পিনার আর ভয়হীন ব্যাটসম্যানরা। একদিকে যেমন আফগানিস্তানের কাছে বিশ্বের সেরা স্পিনার রয়েছে, তেমনই আফগানদের ব্যাটসম্যানরা আবার যেকোনও পরিস্থিতিতেই মারকুটে ব্যাটিংয়ের জন্য অভ্যস্ত। আফগান ব্যাটিং বোলিং যে কিউয়িদের প্রবল চাপে রাখবে, তা আর বলার অপেক্ষা রাখে না।
আফগানিস্তানের রশিদ খান আর মহম্মদ নবী এমন বোলার, যারা বড়বড় ব্যাটসম্যানদের মুখ বন্ধ করে দিতে পারে। রশিদ খান এই বিশ্বকাপের ৪ ম্যাচে ৭ উইকেট নিয়েছে। তাঁর ইকোনমি রেট ৬-এর কম। এছাড়াও আফগান বাহিনীর অধিনায়ক মহম্মদ নবীও কিউয়িদের বিরক্ত করতে সক্ষম। নবীও এই বিশ্বকাপে লাগাতার দারুণ পার্ফমেন্স করে গিয়েছে।